আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন এক হাজারেরও বেশি ক্রিকেটার। আগামী ১৬ ডিসেম্বর আবু ধাবিতে হবে এই নিলাম। এ তালিকায় রয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার মুস্তাফিজুর রহমান।
ক্রিকবাজের তথ্যে জানা গেছে, আইপিএলে নয়টি মৌসুম খেলা সাকিব আল হাসানের ভিত্তিমূল্য নির্ধারিত হয়েছে ১ কোটি রুপি। অন্যদিকে শীর্ষ বিদেশি ক্যাটাগরিতে থাকা বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য ২ কোটি রুপি। একই ক্যাটাগরিতে মোট ৪৩ জন বিদেশি ক্রিকেটারের নাম আছে।
তালিকায় ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশের তারকারা রয়েছেন। আলোচনায় থাকা খেলোয়াড়দের মধ্যে অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন, ম্যাথিউ শর্ট, স্টিভ স্মিথ, ইংল্যান্ডের জেমি স্মিথ ও জনি বেয়ারস্টো রয়েছেন। পাশাপাশি নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র এবং শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাথিশা পাথিরানাও এই নিলামে অংশ নেবেন।
অবাক করা ব্যাপার হলো, আইপিএল ২০২৫ মৌসুমের আগে পাঞ্জাব কিংসের রিলিজ পাওয়া অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের নাম তালিকায় নেই।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যেও বড় তারকারা নাম তুলেছেন। মায়াঙ্ক আগরওয়াল, দীপক হুডা, রাহুল চাহার, রবি বিষ্ণোই, ভেঙ্কটেশ আয়ার, পৃথ্বী শ, উমেশ যাদবসহ অনেকেই তালিকার শীর্ষ সারিতে। এর মধ্যে রবি বিষ্ণোই ও ভেঙ্কটেশ আয়ার সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যে আছেন।
১৫ নভেম্বর রিটেনশন প্রক্রিয়া শেষ হওয়ার পর ১০ ফ্র্যাঞ্চাইজি দল মিলিয়ে ২৩৭.৫৫ কোটি রুপি ব্যয় করার সুযোগ নিয়ে এই নিলামে অংশ নেবে। এবারের নিলামে মোট ১৪ দেশের ক্রিকেটার নাম লিখিয়েছেন।
সিএ/ইরি


