বিপিএলের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান হয়েছে। প্রস্তুতি এবং পরিকল্পনায় দেরি হলেও অবশেষে সূচি, নিলামের তারিখ, দলসংখ্যা—সবকিছু নিশ্চিত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। ফ্র্যাঞ্চাইজি, ক্রিকেটার ও সমর্থকদের অপেক্ষারও শেষ হলো।
ঘোষণা অনুযায়ী, বিপিএলের ১২তম আসর মাঠে গড়াবে ১৯ ডিসেম্বর। উদ্বোধনী অনুষ্ঠান হবে ১৭ ডিসেম্বর ঢাকায়। আর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি।
আসন্ন বিপিএলের নিলামের জন্য বিদেশি ক্রিকেটার হিসেবে ৫০০ জনের বেশি নাম নথিভুক্ত হলেও চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে ২৫০ জনকে। আর স্থানীয় ক্রিকেটার হিসেবে নিলামের চূড়ান্ত তালিকায় আছেন ১৫৮ জন।
ক্যাটাগরি অনুযায়ী স্থানীয় ক্রিকেটারদের তালিকা:
ক্যাটাগরি ‘এ’
লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, নাঈম শেখ, তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিম
ক্যাটাগরি ‘বি’
এই ক্যাটাগরিতে রয়েছেন ২০ ক্রিকেটার। উল্লেখযোগ্য নাম— মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, সৌম্য সরকার, জাকের আলি অনিক
ক্যাটাগরি ‘সি’
এই ক্যাটাগরিতে রয়েছেন ১৮ ক্রিকেটার। উল্লেখযোগ্য— আফিফ হোসেন, রিপন মণ্ডল, সাদমান ইসলাম, মুমিনুল হক, ইবাদত হোসেন, রনি তালুকদার, এনামুল হক বিজয়, সাব্বির রহমান
ক্যাটাগরি ‘ডি’
এই ক্যাটাগরিতে রয়েছেন ১৯ ক্রিকেটার। উল্লেখযোগ্য— হাবিবুর রহমান সোহান, নাসির হোসেন, আরাফাত সানি, জিসান আলম, হাসান মুরাদ
ক্যাটাগরি ‘ই’
এই ক্যাটাগরিতে রয়েছেন ৩৭ ক্রিকেটার। উল্লেখযোগ্য— ইরফান শুক্কুর, ফজলে মাহমুদ রাব্বি, সানজামুল ইসলাম, সোহাগ গাজী, শাহাদাত হোসেন, মুশফিক হাসান
ক্যাটাগরি ‘এফ’
এই ক্যাটাগরিতে রয়েছেন ৬৬ ক্রিকেটার। উল্লেখযোগ্য— অভিষেক দাস, মহিউদ্দিন তারেক, মোহর শেখ, আইচ মোল্লা, মার্শাল আইয়ুব, মেহেদী মারুফ
সিএ/এমআরএফ


