আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান এক বছরেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার বিয়ে করেছেন। গত বছর ৪ অক্টোবর প্রথম বিয়ে করেছিলেন রশিদ। এবার ২০২৫ সালের ২ আগস্ট দ্বিতীয় বিয়ের খবর নিজেই সামাজিক মাধ্যমে জানালেন আফগান এই লেগ স্পিনার।
গত বছরের প্রথম বিয়ে কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যে সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আফগানিস্তানের জাতীয় দলের ক্রিকেটাররা, মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই, পাশাপাশি দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফ এবং বোর্ডের প্রধান নির্বাহী নসিব খানসহ আরও অনেকে।
রশিদ খান নিজের ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন, দ্বিতীয় বিয়ে ২০২৫ সালের ২ আগস্ট সম্পন্ন হয়েছে। তিনি লিখেছেন, ‘২০২৫-এর ২ আগস্ট জীবনের নতুন ও অর্থবহ এক অধ্যায় শুরু করলাম। আমি আমার বিয়ে সারলাম। এমন এক নারীকে বিয়ে করেছি, যিনি ভালোবাসা ও শান্তিতে জীবন ভরে তুলতে পারেন। এমন জীবনসঙ্গী খুঁজে আসছিলাম অনেক দিন ধরেই।’
কিছুদিন আগে সামাজিক মাধ্যমে রশিদের সঙ্গে এক নারীর ছবি ভাইরাল হয়। বিষয়টি নিয়ে গুঞ্জণ ছড়ায়, কিন্তু এবার নিজেই নিশ্চিত করেছেন রশিদ, ওই নারীই তার দ্বিতীয় স্ত্রী। তিনি বলেন, ‘কদিন আগে আমার স্ত্রীকে নিয়ে একটি চ্যারিটি ইভেন্টে গিয়েছিলাম। কিন্তু মানুষজনের কাছ থেকে যে ধারণা পেলাম, সেটা সত্যিই দুর্ভাগ্যজনক। সত্যি কথা হচ্ছে সে আমার স্ত্রী। এখানে গোপনীয়তার কিছু নেই। সবাইকে ধন্যবাদ।’ তবে আফগান অধিনায়ক তার স্ত্রীর ছবি প্রকাশ করেননি।
সিএ/এমআরএফ


