আফগানিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ জোনাথন ট্রট আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন। সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
ইংল্যান্ডের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার ট্রট ২০২২ সালের জুলাইয়ে আফগানিস্তানের দায়িত্ব নেন। তার কোচিংয়ে আফগানিস্তান বিশ্ব ক্রিকেটে ইতিহাস গড়ে—২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে পৌঁছায় দলটি। এর আগের বছর ওয়ানডে বিশ্বকাপে মাত্র দুই পয়েন্টের ব্যবধানে সেমিফাইনাল মিস করেছিল রশিদ খানরা।
এসিবির বিবৃতিতে বলা হয়েছে, “প্রধান কোচ জোনাথন ট্রটের মেয়াদ শেষ হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শেষে, যা আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে।” বোর্ড আরও জানায়, “জাতীয় দলের পরবর্তী ধাপের উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
ট্রটের অধীনে আফগানিস্তান ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে চমক দেখায়—ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে টুর্নামেন্টে জিতে নেয় চারটি ম্যাচ। যদিও সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয় মাত্র দুই পয়েন্টের ব্যবধানে।
পরের বছর ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আরও এগিয়ে যায় দলটি। অস্ট্রেলিয়া ও বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে উঠলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে থেমে যায় তাদের দুর্দান্ত যাত্রা।
নিজের সিদ্ধান্ত নিয়ে ট্রট বলেন, “আফগানিস্তান ক্রিকেট দলের সঙ্গে যা অর্জন করেছি, তা নিয়ে আমি গর্বিত। এই দলের প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা চিরদিন থাকবে। ভবিষ্যতে আফগান ক্রিকেট ও তাদের অসাধারণ সমর্থকদের জন্য শুভকামনা রইল।”
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ নির্ধারিত হয়েছে আগামী ৮ মার্চ।
সিএ/এমআরএফ

                                    
