বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জটিল পরিস্থিতির মুখে পড়েছে। একবারের চ্যাম্পিয়নরা বিশ্বকাপে অংশ নেবে কি না—এই প্রশ্নের উত্তর জানানো হবে খুব শিগগিরই।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ বা বর্জনের বিষয়ে সিদ্ধান্ত নিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি আজ প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠক শেষে নাকভি জানান, তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং সব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
পিসিবি প্রধান জানান, চূড়ান্ত সিদ্ধান্ত আগামী শুক্রবার বা পরবর্তী সোমবারের মধ্যে জানানো হবে। বিষয়টি নিয়ে পিসিবি’র এক্সে দেওয়া বার্তায় বলা হয়েছে, “আইসিসি বিষয়ক সর্বশেষ পরিস্থিতি প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। সব ধরনের বিকল্প খোলা রেখে বিষয়টির সমাধান করতে হবে।”
বাংলাদেশ ভারত সফরে যেতে না চাওয়ায় আইসিসি তাদের বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে। এর প্রতিবাদে পাকিস্তান বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছিল। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পরামর্শ নিতে পিসিবি চেয়ারম্যান নাকভি বৈঠকে বসেন।
বৈঠকের পর নাকভি এক্সে লিখেছেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে। তিনি বলেছেন, সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে।” বৈঠকে পাকিস্তানি খেলোয়াড় সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদি ও বাবর আজমও অংশ নেন এবং বোর্ড ও সরকারের সঙ্গে সমর্থন জানিয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে একমত হন।
সিএ/এএ


