বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জুন ক্যাম্পে যোগ দেবেন দুই বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার রোনান সুলিভান ও ডেকলান সুলিভান। এ বিষয়ে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম।
জাতীয় দলের প্রীতি ম্যাচের জন্য বাফুফে তিনটি দেশের সঙ্গে যোগাযোগ করেছিল। কম্বোডিয়া ও পূর্ব তিমুর যে কোনো একটি দলকে প্রীতি ম্যাচের প্রতিপক্ষ করা হবে এমন ঘোষণা দেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত ওই দুই দেশের কোনোটিই বাংলাদেশের প্রতিপক্ষ হবে না। বরং প্রীতি ম্যাচে বাংলাদেশ খেলবে ভিয়েতনামের বিপক্ষে।
রোনান সুলিভান ফিলাডেলফিয়া ইউনিয়নে খেলছেন এবং তিনি মূলত উইঙ্গার পজিশনে খেলেন। তার ভাই ডেকলান সুলিভানও একই ক্লাবে খেলছেন এবং তিনি ডিফেন্ডার। দুই ভাই বাংলাদেশের ক্যাম্পে যোগ দিয়ে জাতীয় দলের প্রস্তুতিতে অংশ নেবেন।
সিএ/এসএ


