বিপিএল শেষ হলেও জাতীয় দলের ক্রিকেটারদের সামনে অনিশ্চয়তার সময় চলছে। রাজশাহী ওয়্যারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বিপিএল জয়ের পর সংবাদ সম্মেলনে বলেছেন, বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে বোর্ডের প্রতি পূর্ণ সমর্থন থাকলেও খেলোয়াড়দের দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার কারণে তারা অতিরিক্ত অনুশীলন ও প্রতিযোগিতার সুযোগ পাচ্ছেন না। এজন্য বিসিবিকে অন্য একটি টুর্নামেন্ট আয়োজনের আহ্বান জানিয়েছেন শান্ত।
তাজিন খন্দকার
শান্ত বলেন, দেশের আত্মমর্যাদা রক্ষার্থে বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তিনি ও তার সহকর্মীরা এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, ‘এটা ভালো লাগার বিষয় যে আমাদেরকে ডেকেছেন। অন্তত আমাদের ডেকেছেন, এটা নিয়ে আমরা ক্রিকেটাররা খুশি।’
শুধু শান্তই নন, এবারের বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি শরিফুল ইসলামও বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে বোর্ডকে সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের অভিভাবক হলো বিসিবি। তারা যে সিদ্ধান্ত নিয়েছেন, আমরা সাধুবাদ জানাই।’
তবে দীর্ঘ সময় ক্রিকেটের বাইরে থাকা এবং ঘরোয়া ক্রিকেটের আসরের অনিশ্চয়তার কারণে শান্ত বোর্ড কর্তাদের প্রতি অনুরোধ করেছেন ঢাকা প্রিমিয়ার লিগসহ খেলোয়াড়দের জন্য বিশেষ একটি টুর্নামেন্ট আয়োজনের। তিনি বলেন, ‘আসলে কী হবে, না হবে; আমরা একটা অনিশ্চয়তার মধ্যে আছি। যদি বিশ্বকাপে না যাই, বোর্ডের কাছে অনুরোধ থাকবে, আমাদের জন্য যেন ভালো বা সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করে। যাতে আমরা খেলোয়াড়রা খেলার সুযোগ পাই।’
সিএ/এসএ


