বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইন্টেগ্রিটি ইউনিট পরিচালক মুখলেসুর রহমান শামীমের বিরুদ্ধে ওঠা ফিক্সিং সংক্রান্ত অভিযোগের তদন্ত শুরু করেছে। এই ইউনিটের নেতৃত্বে আছেন অ্যালেক্স মার্শাল। বিসিবির আরেক পরিচালক ইফতেখার রহমান মিঠু ২৩ জানুয়ারি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ক্রীড়া প্রতিবেদক
ইফতেখার রহমান মিঠু জানান, ইতোমধ্যে মুখলেসুর রহমান শামীমকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে অভিযোগের সঙ্গে কোনো দৃঢ় প্রমাণ পাওয়া যায়নি।
শামীম সম্প্রতি বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন রাজশাহী বিভাগ থেকে কাউন্সিলর মনোনয়ন নিয়ে। পরিচালক নির্বাচিত হওয়ার পর তিনি অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু সম্প্রতি একটি ফ্রিল্যান্স ক্রীড়া সাংবাদিক তার বিরুদ্ধে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ তোলেন।
সাংবাদিকের প্রতিবেদনে দাবি করা হয়, এবারের বিপিএলে সিলেট পর্বে নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচে ফিক্সিংয়ে শামীমের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। তিনি নূরজাহান হোটেলে স্পটারদের একত্রিত করতেন এবং ফিক্সিংয়ের বিষয়গুলো নিজের নিয়ন্ত্রণে রাখতেন। সাংবাদিক তার অনুসন্ধানী প্রতিবেদনে কল রেকর্ডও প্রকাশ করেছেন, যেখানে দেখা যায় কে কোথায় থাকবে, কে কত টাকা দেবে ইত্যাদি বিষয়গুলো শামীমের তত্ত্বাবধানে হয়েছে।
প্রতিবেদনের পর গতকাল শামীম স্বেচ্ছায় বিসিবি পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যহতি নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি উল্লেখ করেন, তদন্তের স্বার্থে দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। তবে দায়িত্ব থেকে অব্যহতি দোষ স্বীকার নয়, বরং প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষায় তার দায়বদ্ধতার প্রকাশ।
সিএ/এসএ


