২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে একসময়ের মাঠ কাঁপানো পেসার কাজী অনিক ইসলামের দীর্ঘদিনের দুর্দিন শেষ হওয়ার পথে। ইনজুরি ও আর্থিক সংকটের কারণে যখন তার ক্রিকেট ক্যারিয়ার থমকে গিয়েছিল, তখন পাশে দাঁড়ান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
মূলত, ইনজুরি এবং দীর্ঘদিনের অবহেলায় মাঠের বাইরে থাকা কাজী অনিক ইসলামের মানবেতর জীবনের কাহিনী সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হয়। বিষয়টি নজরে আসে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের।
এর ধারাবাহিকতায় মিরপুরের পল্লবীতে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের বাসায় যান কাজী অনিক। সেখানে তারেক রহমানের পক্ষ থেকে অনিকের হাতে তহবিল ও সহযোগিতা তুলে দেওয়া হয়।
ইতোপূর্বে বিসিবির কয়েকজন কর্মকর্তা থেকে সাহায্য চেয়ে খালি হাতে ফিরে যেতে হয়েছিল অনিককে। তবে রাজনৈতিক দলের এই সমর্থনে অনিক আপ্লুত। তিনি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করে আবারও জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন।
সিএ/এসএ


