বুলাওয়েতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ম্যাচে টসের সময় বাংলাদেশ অধিনায়ক জাওয়াদ আবরার এবং ভারতের অধিনায়ক আয়ুশ মাত্র করমর্দন করেননি। সামাজিক মাধ্যমে এই মুহূর্তটি দ্রুত ছড়িয়ে পড়ে, এবং অনেকেই তা গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের ‘নো হ্যান্ডশেক’ ঘটনার সঙ্গে তুলনা করেন।
মোস্তাফিজুর রহমানের আইপিএল বাদ, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাঠে বাংলাদেশ দলের অনুপস্থিতি—সব মিলিয়ে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক উত্তেজনাপূর্ণ অবস্থায় আছে। তবে ম্যাচ শেষে দেখা গেছে, এই ‘নো হ্যান্ডশেক’ কেবল অনিচ্ছাকৃত ছিল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচ শেষে বুলাওয়ের কুইনস স্পোর্টস ক্লাবে দুই দেশের ক্রিকেটাররা পরস্পরের সঙ্গে করমর্দন করেছেন।
খেলার বিবরণে জানা যায়, প্রথমে ডাকওয়ার্থ লুইস অ্যান্ড স্টার্ন (ডিএলএস) মেথডে বাংলাদেশ ৪৯ ওভারে ২৩৫ রানের লক্ষ্যে খেলছিল। ১৭.২ ওভারে ২ উইকেটে ৯০ রান করার পর বৃষ্টি নামে। ৮১ মিনিট খেলা বন্ধ থাকার পর বাংলাদেশকে ২৯ ওভারে ১৬৫ রান করতে হয়। শেষ পর্যন্ত বাংলাদেশ ২৮.৩ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে যায় এবং ডিএলএস মেথডে ১৯ রানে ভারত জয়লাভ করে।
ভারতের বিহান মালহোত্রা ৪ ওভারে ১৪ রানে ৪ উইকেট নেন এবং দুই ক্যাচ ধরা যায়। বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিম সর্বোচ্চ ৫১ রান করেন। তবে টসের সময় অসুস্থতার কারণে সহ-অধিনায়ক জাওয়াদ আবরার উপস্থিত ছিলেন। বিসিবি জানায়, টসে করমর্দন না করার বিষয়টি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল এবং কেবল মুহূর্তের মনোযোগ বিচ্যুতির কারণে ঘটেছে।
বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য এক ওভার কমে আসে। ভারতের ইনিংসে ৪৯.৪ ওভারে ২৩৮ রানের সংগ্রহ গড়া হয়। বাংলাদেশের পেসার আল ফাহাদ ৯.২ ওভারে ৩৮ রানে ৫ উইকেট নেন এবং এক ওভার মেডেন দেন। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল পরবর্তী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে, এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৩ জানুয়ারি হারারেতে যুক্তরাষ্ট্রের সঙ্গে অনুষ্ঠিত হবে।
সিএ/এসএ


