ইতালিয়ান সিরি আ’য় তীব্র প্রতিযোগিতার মধ্যে আছে। সপ্তাহে এক দল টেবিলের শীর্ষে থাকলে পরের সপ্তাহে আরেক দল শীর্ষে উঠে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ সময়ে পার্মার সঙ্গে ড্র করে পয়েন্ট হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন নাপোলি। অন্যদিকে লেচ্চের বিপক্ষে জিতে শীর্ষস্থান আরও দৃঢ় করেছে ইন্টার মিলান।
ঘরের মাঠে পার্মার বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে নাপোলি। ম্যাচে ৬৯ শতাংশ বল দখল এবং ১৬টি শট নেওয়ার পরও হইলুন্দ-ল্যাং গোল করতে ব্যর্থ হন। এই ড্রয়ের ফলে নাপোলি বড় দুটি পয়েন্ট হারিয়েছে এবং টেবিলের শীর্ষে থাকার সুযোগও হাতছাড়া হয়েছে। ২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তারা এখন তিন নম্বরে অবস্থান করছে।
অপরদিকে, সুযোগের সদ্ব্যবহার করেছে ইন্টার মিলান। লেচ্চের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে তারা। জয়ী গোলে স্কোর করেছেন পিও এস্পোসিতো। ২০ ম্যাচ শেষে ৪৬ পয়েন্ট নিয়ে ইন্টার শীর্ষে অবস্থান করছে এবং দুইয়ে থাকা এসি মিলান থেকে ৬ পয়েন্টে এগিয়ে আছে। তবে এসি মিলান একটি ম্যাচ কম খেলে রেখেছে।
শিরোপার দৌড়ে আছে জুভেন্টাস ও রোমাও। দুই দলই ৩৯ পয়েন্ট নিয়ে যথাক্রমে চার ও পাঁচে অবস্থান করছে।
সিএ/এসএ


