ক্রিকেটাররা। কোয়াব-এর সভাপতি মোহাম্মদ মিথুন জানিয়েছেন, নাজমুল ইসলামের পদত্যাগ ছাড়া অন্য কোনো বিকল্প নেই।
হোটেল শেরাটনে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে মিথুন বলেন, ‘আমরা এখনও ঐ অবস্থানেই আছি। সোহান প্রথমেই যেটা বলেছে, আমরা খেলার বিপক্ষে না। সব কিছুর একটা সীমা আছে। সীমা ছাড়িয়ে গেলে… শুধু আমার না, এটা পুরো ক্রিকেট অঙ্গনকে প্রশ্নবিদ্ধ করেছে। সবাইকে অপমান করা হয়েছে। প্রত্যেকটা সেক্টরকে উনি (নাজমুল) অপমান করেছেন। ক্রিকেটের প্রতি ওনার কোনো সম্মান নেই। আমরা অবশ্যই খেলতে চাই, তবে দাবি মেনে।’
ছবি: সংগৃহীত
অতিরিক্ত শিরোনাম
১. নাজমুল ইসলামের পদত্যাগ না হলে খেলা বন্ধের হুঁশিয়ারি
২. ক্রিকেটারদের আবেগপূর্ণ অবস্থান: দাবি মানা না হলে বর্জন
৩. কোয়াব সভাপতি মিথুনের সংবাদ সম্মেলন
সিএ/এসএ


