ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলি মনে করেন, বর্তমান বাংলাদেশ দলে বিশ্বমানের ক্রিকেটারের ঘাটতি রয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট টাইটান্সের হয়ে খেলতে এসে তিনি বাংলাদেশ ক্রিকেটের অতীত ও বর্তমানের পার্থক্য নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন।
শনিবার (১০ জানুয়ারি) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মঈন আলি বলেন,
“আগে বাংলাদেশ দলে দুই-তিনজন বিশ্বমানের খেলোয়াড় ছিল—যেমন তামিম ইকবাল, সাকিব আল হাসান। তারা শুধু বিশ্বমানের খেলোয়াড়ই ছিল না, তাদের চরিত্রও ছিল দুর্দান্ত। তারা ফাইটার ছিল, মানসিকভাবে খুব শক্ত ছিল এবং দীর্ঘ সময় ধরে মানসম্পন্ন পারফরম্যান্স দিয়েছে। এত বছর এই দুইজনকে পাওয়া বাংলাদেশের জন্য বড় সৌভাগ্যের ছিল।”
বর্তমান দল নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন,
“এখন ভালো খেলোয়াড় অনেক আছে, কিন্তু সেই লেভেলের খেলোয়াড় নেই। একটা নির্দিষ্ট মান পর্যন্ত অনেকেই ভালো, কিন্তু এই মুহূর্তে বিশ্বমানের ক্রিকেটার দেখা যাচ্ছে না—এটাই মূল সমস্যা।”
কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে অবশ্য বিশ্বমানের খেলোয়াড় হিসেবে স্বীকৃতি দিয়েছেন মঈন আলি। তিনি বলেন,
“ফিজ অবশ্যই বিশ্বমানের খেলোয়াড়। আমি জানি সে কতটা ভালো। কিন্তু সে আগেও খেলছিল। দলের জন্য শুধু দক্ষতা নয়, চরিত্রও দরকার।”
বাংলাদেশ ক্রিকেটের উন্নতি স্বীকার করলেও মানসিক দিকটিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এই ইংলিশ অলরাউন্ডার। তার ভাষায়,
“বাংলাদেশ ক্রিকেট এগিয়েছে, কিন্তু সব দিক থেকে নয়। বিশেষ করে মানসিক দিক থেকে। আগের ওই দুইজন খেলোয়াড় মানসিকভাবে অনেক শক্ত ছিল—এই জায়গাটায় এখন একটু ঘাটতি আছে।”
মঈন আলির এই মন্তব্য ইতোমধ্যেই ক্রিকেট অঙ্গনে আলোচনা তৈরি করেছে, যেখানে বিশ্বমানের খেলোয়াড় তৈরি ও মানসিক দৃঢ়তা গড়ে তোলার বিষয়টি আবারও সামনে এসেছে।
সিএ/এসএ


