২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাছাইয়ে ১০টি দলকে দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে বাংলাদেশ ‘এ’ গ্রুপে রয়েছে। বাংলাদেশের গ্রুপসঙ্গী দলগুলো হলো আয়ারল্যান্ড, পাপুয়া নিউগিনি, নামিবিয়া এবং যুক্তরাষ্ট্র। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে নেপাল, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও জিম্বাবুয়ে।
বাছাইপর্বের সব ম্যাচ অনুষ্ঠিত হবে নেপালের দুইটি ভেন্যুতে; মুলপানি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ড এবং কীর্তিপুরে অবস্থিত ত্রিভুবন ইউনিভার্সিটি মাঠে। গ্রুপপর্বে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলবে। গ্রুপপর্ব শেষ হলে সুপার সিক্স পর্ব অনুষ্ঠিত হবে, যেখানে সেরা চারটি দল ২০২৬ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
মুলপানি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে ১৮ জানুয়ারি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচ দিয়ে বাছাইপর্ব শুরু হবে। এরপর বাংলাদেশ যথাক্রমে ২০ জানুয়ারি পাপুয়া নিউগিনি, ২২ জানুয়ারি নামিবিয়া এবং ২৪ জানুয়ারি আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। সব ম্যাচ নেপালের স্থানীয় সময় অনুসারে অনুষ্ঠিত হবে।
বিশ্বকাপ বাছাইপর্বের আগে বাংলাদেশ জাতীয় নারী দল দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে। ১৪ জানুয়ারি নেদারল্যান্ডস এবং ১৬ জানুয়ারি থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ মূলপর্বে মোট ১২টি দল অংশ নেবে। ইতিমধ্যে স্বাগতিক ইংল্যান্ডের পাশাপাশি অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও শ্রীলঙ্কা মূলপর্বে খেলবে।
সিএ/এসএ


