টানা তিন ম্যাচ হারের পর চতুর্থ ম্যাচেও ব্যাটিং ব্যর্থতা পিছু ছাড়ল না নোয়াখালী এক্সপ্রেসের। ভয়াবহ বিপর্যয়ে টুর্নামেন্টের সর্বনিম্ন সংগ্রহে অলআউট হয়ে যায় দলটি। সিলেট টাইটান্সের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের দুর্দান্ত বোলিংয়ে ১৪.২ ওভারে মাত্র ৬১ রানে গুটিয়ে যায় নোয়াখালীর ইনিংস। একাই পাঁচ উইকেট শিকার করেন নাসুম।
রবিবার (৭ ডিসেম্বর) টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা আশাব্যঞ্জক ছিল নোয়াখালীর। প্রথম তিন ওভারে কোনো উইকেট না হারিয়ে ২৪ রান সংগ্রহ করে দলটি। তবে নাসুম আহমেদ আক্রমণে আসার পরই পুরো ম্যাচের দৃশ্যপট বদলে যেতে শুরু করে।
নাসুমের বলে বড় শট খেলতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ তুলে দেন সৌম্য সরকার। এরপর দ্রুত উইকেট হারাতে থাকে নোয়াখালী। পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত থ্রোতে রান আউট হন মুনিম শাহরিয়ার। খালেদ আহমেদের শর্ট লেংথ ডেলিভারিতে ফাইন লেগে ক্যাচ দিয়ে ফেরেন হাবিবুর রহমান সোহান। পাওয়ার প্লের মধ্যেই মাত্র ৩০ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি।
সপ্তম ওভারে আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়ে আউট হন মোহাম্মদ নবী। দশ ওভারের মধ্যেই নাসুমের টার্নিং ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে ফিরে যান ভারপ্রাপ্ত অধিনায়ক হায়দার আলী। তার বিদায়ের পর নোয়াখালীর ব্যাটিং লাইনআপ পুরোপুরি ভেঙে পড়ে।
শেষদিকে আর কোনো উল্লেখযোগ্য জুটি গড়ে তুলতে পারেনি নোয়াখালী। এক প্রান্ত আগলে রেখে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে নিজের ফাইফার পূর্ণ করেন নাসুম আহমেদ। নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই মাত্র ৬১ রানে শেষ হয়ে যায় নোয়াখালীর ইনিংস।
সিএ/এএ


