বাঁ পায়ে অসাধারণ শক্তি ও জোরের সঙ্গে ফ্রি কিক নিতেন রবার্তো কার্লোস। ১৯৯৭ সালে ফ্রান্সের বিপক্ষে ৩০ গজের বেশি দূরত্ব থেকে তিনি যেভাবে বাঁকানো গোল করেছেন, তা ফুটবল ইতিহাসে ফ্রি কিকের অন্যতম সেরা গোল হিসেবে বিবেচিত। এমন ফ্রি কিকের মুখোমুখি হলে অনেক গোলরক্ষকই ভয়ে স্তব্ধ হয়ে যেতেন।
এবার সেই কিংবদন্তি ফ্রি কিক টেকারেরই বাস্তবে হৃদপিণ্ড বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। তবে চিন্তার কোনো কারণ নেই। বড় ধাক্কার আগেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা চলছে। ২০০২ সালের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার কার্লোসকে আরও ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।
স্প্যানিশ সংবাদ মাধ্যম এএস জানিয়েছে, কার্লোস প্রথমে পায়ের পরীক্ষা করাতে হাসপাতালে গিয়েছিলেন। পরে এমআরআই স্ক্যানে তার হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়ে। একাধিক জায়গায় রক্ত জমাট বাঁধার কারণে হৃদযন্ত্র ঠিকমতো কাজ করতে পারছিল না। তাই দেরি না করে ৫২ বছর বয়সী সাবেক ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সাধারণত ৪০ মিনিটে শেষ হওয়ার কথা ছিল, তবে সফল অস্ত্রোপচার করতে ৩ ঘণ্টা সময় লেগেছে। স্প্যানিশ সংবাদ মাধ্যমের সঙ্গে যোগাযোগে কার্লোস জানিয়েছেন, ‘সুস্থ আছেন এবং নিবিড় পর্যবেক্ষণে আছেন।’
কার্লোস ১৯৯২ সালে ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক করেন। দীর্ঘ ১৪ বছরের ক্যারিয়ারে তিনি ১২৫ ম্যাচ খেলে ১০ গোল করেছেন। সেলেসাওদের হয়ে জিতেছেন একটি বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা এবং আরও বেশ কিছু শিরোপা।
পেশাদার ক্যারিয়ারে তিনি ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদের মতো শীর্ষ দলেও খেলেছেন। রিয়ালের হয়ে ৩৭০ ম্যাচ খেলে তিনটি চ্যাম্পিয়নস লিগসহ চারটি লা লিগা জিতেছেন তিনি।
সিএ/এএ


