ক্রিকেটে দুর্নীতির অভিযোগে ভারতের চারজন ঘরোয়া ক্রিকেটারকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করেছে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ)। বরখাস্ত হওয়া ক্রিকেটাররা হলেন—অমিত সিনহা, ইশান আহমেদ, আমন ত্রিপাঠি ও অভিষেক ঠাকুরি।
শুক্রবার (১২ ডিসেম্বর) চার ক্রিকেটারের বিরুদ্ধে পৃথকভাবে এফআইআর দায়ের করা হয়। এসিএ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে লখনউয়ে অনুষ্ঠিত একটি ম্যাচ চলাকালে আসাম দলের বর্তমান কয়েকজন খেলোয়াড়কে প্রভাবিত করার চেষ্টা এবং দুর্নীতিতে জড়ানোর অভিযোগ উঠেছে এই চারজনের বিরুদ্ধে।
অভিযোগ সামনে আসার পরই বিষয়টি তদন্তে নেয় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অ্যান্টি-করাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিট (এসিএসইউ)। পাশাপাশি আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনও বিষয়টি নিয়ে ফৌজদারি কার্যক্রম শুরু করেছে।
এক বিবৃতিতে এসিএ জানায়, ‘প্রাথমিক তদন্তে চার ক্রিকেটারের বিরুদ্ধে গুরুতর অসদাচরণের প্রমাণ পাওয়া গেছে। এ ধরনের কর্মকাণ্ড ক্রিকেটের সততা ও স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করে। পরিস্থিতির আরও অবনতি ঠেকাতেই তাদের সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
বরখাস্তকালীন সময়ে এই চার ক্রিকেটার রাজ্য পর্যায়ের কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না। পাশাপাশি কোচ, আম্পায়ার বা ম্যাচ অফিসিয়াল হিসেবেও তারা কোনো ক্রিকেট কার্যক্রমে যুক্ত থাকতে পারবেন না।
এসিএ আরও জানায়, তদন্তের চূড়ান্ত ফলাফল ও অ্যাসোসিয়েশনের পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই বরখাস্তাদেশ কার্যকর থাকবে।
সূত্র: আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন
সিএ/এএ


