ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টেস্ট যেন একেবারেই একপেশে লড়াই হয়ে দাঁড়ায়। ক্রাইস্টচার্চে প্রথম টেস্টের রোমাঞ্চ ধরে রাখতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। সেখানে শেষ দিন পর্যন্ত লড়ে ড্র নিশ্চিত করা ক্যারিবীয়রা এবার পুরোপুরি ছিটকে পড়ে মাত্র তিন দিনে। চোটজর্জরিত পেস আক্রমণ নিয়েই ম্যাচ শুরুর পরও স্বাগতিক নিউজিল্যান্ড দাপট দেখিয়ে ৯ উইকেটের বড় জয় তুলে নেয়। জ্যাকব ডাফির দুর্দান্ত বোলিং—মাত্র ৩৮ রানে ৫ উইকেট—এই জয়ের মূল ভিত্তি।
শুক্রবার (১২ ডিসেম্বর) মাঠে নামার সময় ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ২ উইকেটে ৩২ রান। তখনও তারা পিছিয়ে ছিল ৪১ রানে। প্রথম টেস্টে ব্যাট হাতে যে দৃঢ়তা তারা দেখিয়েছিল, দ্বিতীয় টেস্টে তার ছিটেফোঁটাও দেখা যায়নি। মাত্র ৩৬.২ ওভারে দলের বাকি ৮ ব্যাটার ফিরেন ৯৬ রান যোগ করে। এর আগে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৭৫ রানের লিড নিয়ে সুবিধাজনক অবস্থায় ছিল। ফলে দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয়রা ১২৮ রানে অলআউট হওয়ায় কিউইদের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৪ রান।
লক্ষ্য তাড়া করতে নেমে এক উইকেট হারিয়েই জয় তুলে নেয় স্বাগতিকরা। আগেই আউট হন টম ল্যাথাম (৯)। তবে ডেভন কনওয়ে ২৮ ও কেইন উইলিয়ামসন ১৬ রানে অপরাজিত থেকে দলকে সহজ জয় এনে দেন। উইন্ডিজদের পক্ষে মাত্র একটি উইকেট নেন অ্যান্ডারসন ফিলিপ।
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ব্যর্থতা শুরু হয়েছিল প্রথম ইনিংস থেকেই। তখন তারা অলআউট হয় মাত্র ২০৫ রানে। ব্লেয়ার টিকনার ৪ উইকেট নিলেও ইনিংস শেষ করতে পারেননি—একটি বাউন্ডারি বাঁচাতে গিয়ে কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ফলে ব্যাটিং–বোলিং আক্রমণ সাজাতে একজন কম নিয়ে মাঠে নামতে হয় কিউইদের।
প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৯ উইকেটে ২৭৮ রান তুলে ইনিংস ঘোষণা করে। ৭৫ রানের লিড এনে দেওয়া সেই ইনিংসে মিচেল হেই ৬১ ও কনওয়ে ৬০ রান করেন। উইন্ডিজ বোলারদের মধ্যে অ্যান্ডার ফিলিপ ও কেমার রোচ ৩টি করে উইকেট নেন। তবে সেই লড়াই দ্বিতীয় ইনিংসে টিকিয়ে রাখতে পারেনি অতিথিরা। দ্বিতীয় দিনেই ২৫ রানে দুই উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে তারা।
তৃতীয় দিনে বাকি ব্যাটারদের কেউই লড়াই করতে পারেননি। কাভেম হজের ৩৫, জাস্টিন গ্রিভসের ২৫ ও ব্রেন্ডন কিংয়ের ২২ রানের ইনিংস ছাড়া আর কেউ দৃষ্টিগ্রাহ্য কিছু করতে পারেননি। জ্যাকব ডাফি ৫ উইকেট নিয়ে ইনিংস গুটিয়ে দেন। মাইকেল রাই ৩ ও জ্যাক ফকস নেন একটি উইকেট।
মাত্র ৫৩ রানের লক্ষ্য দিয়ে ওয়েস্ট ইন্ডিজের জন্য ম্যাচের পরিণতি ছিল অনিবার্য। তিন দিনেই ম্যাচ শেষ করে ৯ উইকেটে বড় জয় তুলে নেয় নিউজিল্যান্ড। সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১৮ ডিসেম্বর, মাউন্ট মঙ্গানুইয়ে।
সিএ/এএ


