ভারতের হায়দরাবাদে Lionel Messi–কে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকাকে কাছ থেকে দেখার অপেক্ষা শেষ হচ্ছে শনিবার। ‘দ্য গোট ইন্ডিয়া ট্যুর’-এর অংশ হিসেবে সেদিনই হায়দরাবাদে পৌঁছানোর কথা আর্জেন্টাইন অধিনায়কের।
সেদিন মেসির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন মাত্র ১০০ জন। তবে সেই সৌভাগ্য পেতে চাইলে গুণতে হবে মোটা অঙ্কের টাকা। আয়োজকেরা জানিয়েছেন, মেসির সঙ্গে ছবি তুলতে চাইলে জনপ্রতি ৯.৯৫ লাখ রুপি খরচ করতে হবে—বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ১৩ লাখ টাকা। ছবি তোলার ভেন্যু নির্ধারণ করা হয়েছে হায়দরাবাদের বিখ্যাত ফালাকনুমা প্যালেস হোটেলে। বিশেষ অ্যাপের মাধ্যমে অনলাইনে বুকিং নেওয়া হচ্ছে।
মেসি শনিবার স্থানীয় সময় বিকেল ৪টায় হায়দরাবাদে পা রাখবেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি যাবেন উপল রাজীব গান্ধী স্টেডিয়ামে। সেখানে সন্ধ্যা ৭টায় শুরু হবে তিন ঘণ্টাব্যাপী জমকালো অনুষ্ঠান। তাঁর সঙ্গে ভারত সফরে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের সদস্য রদ্রিগো দি পল এবং দীর্ঘদিনের বন্ধু ও সাবেক ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজ।
অনুষ্ঠানের শুরুতে থাকবে ২০ মিনিটের একটি ফুটবল ম্যাচ। মেসির দল ‘অপর্ণা মেসি অল স্টারস’ খেলবে সিঙ্গারেনি আরআর-৯ দলের বিপক্ষে। দুই দল মিলিয়ে ১৫ জন শিশু অংশ নেবে ম্যাচে। শেষ পাঁচ মিনিট মাঠে নামার কথা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির।
অনুষ্ঠানের অংশ হিসেবে শিশুদের ফুটবল কৌশল শেখাবেন মেসি, সুয়ারেজ ও দি পল। তাঁরা অংশ নেবেন পাঁচ মিনিটের একটি পেনাল্টি শুটআউটে। রাত কাটাবেন হায়দরাবাদে। পরদিন রোববার সকালে মুম্বাইয়ের উদ্দেশে রওনা হবেন।
মেসির ভারত সফর শুরু হচ্ছে ১৩ ডিসেম্বর সকালে। প্রথমেই তিনি নামবেন কলকাতায়, যেখানে তাঁর একটি ভাস্কর্য উন্মোচন করা হবে। যুব ভারতী স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলার পর বিকেলে হায়দরাবাদে যাত্রা করবেন মেসি। হায়দরাবাদ ও মুম্বাইয়ের পর সফরের শেষ গন্তব্য হবে দিল্লি। ১৫ ডিসেম্বর সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর সাক্ষাৎ করার কথা রয়েছে।
সিএ/জেএইচ


