ফুটবলের জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি ১৪ বছর পর আবারও ভারত সফরে আসছেন। ২০১১ সালের পর এটাই তার দ্বিতীয় ভারত সফর। এর মাঝে বদলে গেছে অনেক কিছু—২০১৪ বিশ্বকাপের ফাইনালে হার, আবার ২০২২ কাতার বিশ্বকাপ জিতে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া, দুই দুইটা কোপা আমেরিকা ট্রফি জেতা, রেকর্ড ব্যালন ডি’অর জয়ের মধ্য দিয়ে সর্বকালের সেরার আসনে আরও পোক্তভাবে উঠে যাওয়া।
এই কারণেই তার সফরের নাম দেওয়া হয়েছে ‘গোট ইন্ডিয়া ট্যুর–২০২৫’, অর্থাৎ ‘সর্বকালের সেরা ফুটবলারের ভারত সফর’। তিনদিনের এই সফরে কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই পেরিয়ে নয়াদিল্লিতে শেষ হবে মেসির ব্যস্ত দিনগুলো। ১৩, ১৪ ও ১৫ ডিসেম্বরের এই সফরকে ঘিরে গোটা ভারতজুড়ে ক্রীড়াপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে।
সফরের বিভিন্ন পর্বে মেসির সঙ্গে থাকবেন তার ইন্টার মায়ামি সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল। উদ্যোক্তা শতদ্রু দত্ত জানিয়েছেন, তারা দু’জন মুম্বাইয়ের নানা ইভেন্টে অংশ নেবেন। কলকাতার সল্টলেক স্টেডিয়ামে মেসি ‘গোট কনসার্টে’ অংশ নেবেন। তবে নিরাপত্তার কারণে লেক টাউনের ৭০ ফুট উচ্চতার তার ভাস্কর্য ভার্চ্যুয়ালি উদ্বোধন করা হবে। হায়দরাবাদে আয়োজিত হবে তরুণ ফুটবলারদের জন্য বিশেষ ক্লিনিক—যেখানে মেসি, সুয়ারেজ এবং ডি পল সরাসরি প্রশিক্ষণ দেবেন।
মেসির ভারত সফরের পূর্ণাঙ্গ সূচি
১৩ ডিসেম্বর — কলকাতা
দিবাগত রাত ১:৩০ : আগমন
সকাল ৯:৩০–১০:৩০ : মিট অ্যান্ড গ্রিট
সকাল ১০:৩০–১১:১৫ : মূর্তির ভার্চ্যুয়াল উদ্বোধন
বেলা ১১:১৫–১২:০০ : যুবভারতী ক্রীড়াঙ্গনে আগমন
দুপুর ১২:০০–১২:৩০ : প্রীতি ম্যাচ, সম্মাননা ও আলাপচারিতা
দুপুর ২:০০ : হায়দরাবাদের উদ্দেশে যাত্রা
১৩ ডিসেম্বর — হায়দরাবাদ
সন্ধ্যা ৭:০০ : উপ্পল স্টেডিয়ামে প্রদর্শনী ম্যাচ, মুখ্যমন্ত্রী রিভন্ত রেড্ডিকে সঙ্গে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান
১৪ ডিসেম্বর — মুম্বাই
বিকাল ৩:৩০ : সিসিআইতে প্যাডেল কাপ ইভেন্ট
বিকাল ৪:০০ : সেলিব্রিটি ফুটবল ম্যাচ
বিকাল ৫:০০ : ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইভেন্ট + চ্যারিটি ফ্যাশন শো
১৫ ডিসেম্বর — নয়াদিল্লি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ (সম্ভাব্য)
দুপুর ১:৩০ : অরুন জেটলি স্টেডিয়ামে ইভেন্ট এবং মিনার্ভা একাডেমির খেলোয়াড়দের সংবর্ধনা
টিকিটের মূল্য
কলকাতা: শুরু ৪,৩৬৬ রুপি
হায়দরাবাদ: শুরু ২,২৫০ রুপি
দিল্লি: শুরু ৭,৬৭০ রুপি
মুম্বাই: শুরু ৭,০৮০ রুপি
সিএ/এএ


