লা লিগার চলতি মৌসুমে আর মাত্র দুটি ম্যাচ বাকি। ঠিক এমন সময় সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচের উত্তপ্ত ঘটনার পর বড় ধাক্কায় পড়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে ডিফেন্ডার ফ্রান গার্সিয়া ও আলভারো ক্যারেরাস সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। একই ম্যাচে বেঞ্চে বসে থেকেই লাল কার্ড দেখেন এন্ডরিক। এই ঘটনার পর ডিসিপ্লিনারি কমিটি আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়, এবং সেই অনুযায়ী একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামতে হবে জাবি আলোনসোর দলকে।
ডিসিপ্লিনারি কমিটির ঘোষণায় দেখা যায়, সবচেয়ে কম শাস্তি পেয়েছেন ফ্রান গার্সিয়া। তিনি এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন। ফলে শনিবার (১৪ ডিসেম্বর) আলাভেসের বিপক্ষে ম্যাচে তাকে পাবে না রিয়াল মাদ্রিদ। অপরদিকে আলভারো ক্যারেরাস, এন্ডরিক এবং দানি কারভাহালকে দুই ম্যাচ করে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ম্যাচ চলাকালীন কার্ড না দেখলেও ম্যাচ শেষে স্টেডিয়ামের টানেলে রেফারিদের অসম্মান করার অভিযোগে নিষেধাজ্ঞা পান কারভাহাল।
এর অর্থ—রিয়াল মাদ্রিদ বছরের শেষ দুই লিগ ম্যাচ, আলাভেস ও সেভিয়ার বিপক্ষে এই তিন খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামবে। এতে দলের রোটেশনে যেমন সংকট তৈরি হবে, তেমনি গুরুত্বপূর্ণ ডিফেন্স লাইনে চাপ বাড়বে।
তবে কারভাহালের অনুপস্থিতি আপাতত বড় সমস্যা হয়ে দাঁড়াবে না, কারণ তিনি এখনো ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি। এ পরিস্থিতিতে রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসোকে পরবর্তী ম্যাচে স্বাভাবিক কোনো লেফট–ব্যাক ছাড়াই দল সাজাতে হবে—যা আসন্ন ম্যাচগুলোকে আরও কঠিন করে তুলতে পারে।
সিএ/এএ


