সারা দিনের প্রতীক্ষার পর অবশেষে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) এবারের আসরে চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা নিশ্চিত করল রংপুর বিভাগ। বগুড়ায় তিন দিনের মধ্যেই খুলনাকে হারিয়ে গতকালই শিরোপা উৎসব প্রায় উদযাপিত হয়ে গিয়েছিল দলের ড্রেসিংরুমে। প্রতিদ্বন্দ্বী দলগুলোর হতাশাজনক পারফরম্যান্সে আগাম উদ্যাপনের উদ্দীপনাও দেখা দেয় রংপুর শিবিরে।
তবে আনুষ্ঠানিক ঘোষণা দিতে অপেক্ষা করতে হয়েছিল আরেকটি ম্যাচের। পয়েন্ট তালিকার শীর্ষে থেকে শেষ রাউন্ড শুরু করা সিলেট বিভাগের ম্যাচটি শেষ না হওয়ায় গতকালই রংপুরকে চ্যাম্পিয়ন বলা সম্ভব হয়নি। সিলেট–বরিশাল ম্যাচের ফলাফলের ওপরই নির্ভর করছিল শেষ সিদ্ধান্ত।
অবশেষে আজ বিকেল ৪টা ২৬ মিনিটে রাজশাহীতে সিলেট ও বরিশাল দুই দলই ড্রতে রাজি হলে নিশ্চিত হয়ে যায়—এবারের এনসিএল চ্যাম্পিয়ন রংপুর বিভাগ। এতে তিন মৌসুম পর আবারও শিরোপা জিতল দলটি। এর আগে রংপুর ২০১৪–১৫ ও ২০২২–২৩ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল।
চলতি মৌসুমে জাতীয় লিগের টি–টোয়েন্টি সংস্করণেও ট্রফি জিতেছিল রংপুর। ফলে একই মৌসুমে দুই ফরম্যাটে শিরোপা জিতে দুর্দান্ত সাফল্যের বছরে পরিণত করল ২০২৫ সালকে।
সিএ/এএ


