অ্যাশেজে ইংল্যান্ডের ফেরার আশায় বড় ধাক্কা লেগেছে। বাঁ হাঁটুর চোট পুনরায় বেড়ে যাওয়ায় সিরিজের বাকি তিন টেস্ট থেকে ছিটকে গেছেন পেসার মার্ক উড। পার্থে প্রথম টেস্টে পাওয়া চোটের কারণে ব্রিসবেন টেস্ট খেলতে পারেননি তিনি। শেষ পর্যন্ত সেই পুরোনো চোটই তাকে পুরো সিরিজের বাইরে করে দিল।
উডের বদলি হিসেবে ইংল্যান্ড দল ডেকেছে ২৮ বছর বয়সী পেসার ম্যাথু ফিশারকে। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই পেসার ২০২২ সালে ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্টে ১ উইকেট নিয়েছিলেন। ফিশার ইতোমধ্যেই অস্ট্রেলিয়ায় ইংল্যান্ড লায়নসের সঙ্গে আছেন এবং চলতি সপ্তাহেই মূল দলের সঙ্গে যোগ দেবেন। ১৭ ডিসেম্বর অ্যাডিলেডে শুরু হবে তৃতীয় টেস্ট, যেখানে ২–০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।
আগামী জানুয়ারিতে ৩৬ বছর পূর্ণ করবেন উড। মেলবোর্ন ও সিডনিতে শেষ দুই টেস্ট খেলার আশা ছিল তাঁর। তবে বয়সের প্রভাব যে চোট ব্যবস্থাপনায় বাধা তৈরি করছে, তা তিনিও স্বীকার করেছেন। এ বিষয়ে ইসিবি এক বিবৃতিতে জানায়, “উড চলতি সপ্তাহের শেষ দিকে দেশে ফিরবেন এবং পুনর্বাসনে ইসিবির মেডিকেল দলের সঙ্গে কাজ করবেন।”
ফেব্রুয়ারির চ্যাম্পিয়নস ট্রফিতে চোট পাওয়ার পর বাঁ হাঁটুর অস্ত্রোপচার করান উড। পার্থ টেস্ট ছিল তার ১৫ মাস পর প্রথম লাল বলের ম্যাচ। সেখানে ১১ ওভার বোলিং করলেও উইকেট পাননি তিনি। ব্যথা অনুভবের পর বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নেওয়া হলে চোটের জটিলতা ধরা পড়ে।
অ্যাশেজ থেকে ছিটকে পড়ায় হতাশ উড নিজেও। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, “অস্ত্রোপচার, সাত মাসের কঠোর পরিশ্রম ও পুনর্বাসন সত্ত্বেও হাঁটু টিকল না। অনেক প্রত্যাশা নিয়ে এসেছিলাম। চিকিৎসা ও ইনজেকশন নেওয়ার পরও পরিষ্কার হয়েছে, চোট যতটা ভাবছিলাম তার চেয়েও জটিল। সত্যিই খুব হতাশ।”
অন্যদিকে, সিরিজের প্রথম দুই টেস্টেই ৮ উইকেটের জয়ে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।
সিএ/এএ


