মাদুরাই ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়ামে এক রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রিয়াকে ৫-৪ গোলে হারিয়ে জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি জিতেছে বাংলাদেশ। শেষ কোয়ার্টারের উত্তেজনা বাংলাদেশের মনে ধাক্কা দিলেও শেষ বাঁশিতে হাসলো সিগফ্রিড আইকম্যানের দল।
বাংলাদেশের হয়ে আজ আবারও হ্যাটট্রিক করেছেন দুর্দান্ত ফর্মে থাকা আমিরুল ইসলাম। বাকি দুই গোল করেছেন রাকিবুল হাসান ও হোজাইফা হোসেন।

এটি মূল টুর্নামেন্টের ফাইনাল না হলেও ছিল স্থান নির্ধারণী ফাইনাল। আর সেই ফাইনাল জিতে ২৪ দলের মধ্যে ১৭তম হয়ে চ্যালেঞ্জার ট্রফি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।
আমিরুলের অসাধারণ টুর্নামেন্ট
এই বিশ্বকাপে ছয় ম্যাচে পাঁচটি হ্যাটট্রিক করে মোট ১৮ গোল করেছেন আমিরুল ইসলাম, যার মধ্যে ১৫টি এসেছে পেনাল্টি কর্নার থেকে। পুরো টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা তিনি।
ম্যাচের মুহূর্তগুলো:
১৫ মিনিট: পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আমিরুল।
২৭ মিনিট: কর্নার থেকে গোল করে ব্যবধান বাড়ান হোজাইফা হোসেন।
৩৫ মিনিট: রাকিবুলের ফিল্ড গোলে স্কোর ৩–০।
৪৪ মিনিট: অস্ট্রিয়ার প্রথম গোল—আন্দর লোসনসি।
৫০ ও ৫২ মিনিট: দুটি পেনাল্টি স্ট্রোক থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন আমিরুল ইসলাম।
শেষ দিকে অস্ট্রিয়া আরও তিন গোল করলেও বাংলাদেশ ধরে রাখে লিড।
এই ম্যাচ দিয়ে শেষ হলো বাংলাদেশের প্রথম জুনিয়র বিশ্বকাপ যাত্রা। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও ফ্রান্সের কাছে হেরে গেলেও লড়াই করেছে দল। দক্ষিণ কোরিয়ার সঙ্গে ৩–০ পিছিয়ে থেকেও ৩–৩ ড্র করেছে।
১৭–২৪ স্থান নির্ধারণী পর্বে বাংলাদেশ জিতেছে তিন ম্যাচই—ওমানকে ১৩–০, দক্ষিণ কোরিয়াকে ৫–৩ এবং ফাইনালে অস্ট্রিয়াকে ৫–৪।
চ্যালেঞ্জার ট্রফিটি দেওয়া হয় ১৭–২৪ স্থান নির্ধারণী পর্বের সেরা দলকে। উদীয়মান দলগুলোকে উৎসাহিত করতেই এ ট্রফির উদ্যোগ নিয়েছেন এফআইএইচ সভাপতি তৈয়ব ইকরাম।


