সান্তোসকে অবনমন এড়াতে ব্যথা নিয়েই লিগের শেষ ম্যাচে মাঠে নেমেছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ক্রুজেইরোর বিপক্ষে ৩–০ গোলের গুরুত্বপূর্ণ জয়ের পর ম্যাচ শেষে তিনি জানান, বাধ্য হয়েই হাঁটুর অস্ত্রোপচার করাতে হবে। আর এ খবরকে ঘিরেই ২০২৬ বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
ম্যাচ শেষে সাংবাদিকদের নেইমার বলেন, “আমি দলকে সাহায্য করতেই ফিরেছিলাম। গত কয়েক সপ্তাহ ছিল খুব কঠিন। চোটে মাঠের বাইরে থাকলেও শেষ কয়েক ম্যাচে দলকে বাঁচাতে নামার সিদ্ধান্ত নিয়েছি। যারা আমাকে মানসিকভাবে সমর্থন দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞ।”
৩৩ বছর বয়সী নেইমার চলতি বছরের জানুয়ারিতে সৌদি আরব থেকে ফিরে যোগ দেন নিজের শৈশবের ক্লাব সান্তোসে। লিগের শেষ চার ম্যাচে পাঁচ গোল করে অবনমন টালমাটাল অবস্থায় থাকা দলকে শীর্ষ লিগে টিকে থাকতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে পুরো মৌসুমে চোটের কারণে তার খেলা সীমাবদ্ধ ছিল মাত্র ২০ ম্যাচে।
অস্ত্রোপচার কী ধরণের হবে বা পুনর্বাসনে কত সময় লাগবে—এ বিষয়ে এখনও কিছু জানাননি নেইমার। তবে চিকিৎসকরা জানিয়েছেন, সার্জারির পর মাঠে ফিরতে কয়েক মাস সময় লাগতে পারে। ব্রাজিল জাতীয় দলেও নেইমার গত দুই বছর ধরে খেলছেন না। দলটির নতুন কোচ কার্লো আনচেলত্তি আগেই জানিয়েছিলেন, বিশ্বকাপের দলে ফিরতে হলে নেইমারকে শতভাগ ফিট প্রমাণ করতে হবে।
২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত—কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে। সময়মতো সুস্থ হয়ে নেইমার ফিরতে পারবেন কি না, সেটা এখন বড় প্রশ্ন হিসেবেই রয়ে গেল।
সিএ/এএ


