২০২৬ বিশ্বকাপের গ্রুপ ড্রয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জায়গা পেয়েছে ‘জে’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান। কাগজে-কলমে গ্রুপটি অনুকূল মনে হলেও আত্মতুষ্টিতে ভুগতে নারাজ কোচ লিওনেল স্কালোনি। বুয়েন্স আয়ার্সে সমর্থকদের উচ্ছ্বাসের মাঝেই তিনি মনে করিয়ে দিয়েছেন—বিশ্বকাপে কোনো দলই সহজ নয়।
ড্রয়ের পর প্রতিক্রিয়ায় স্কালোনি কাতার বিশ্বকাপের স্মৃতি টেনে বলেন,
“আমরা সর্বোচ্চটা দেওয়ার জন্যই নামব এবং আগের বিশ্বকাপের মতো প্রতিটি বলে লড়াই করব।”
তিনি আরও জানান, গ্রুপপর্ব পেরোলে শেষ ৩২-এ আর্জেন্টিনার মুখোমুখি হতে হতে পারে গ্রুপ ‘এইচ’-এর কোনো দল—যেখানে স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষ অপেক্ষায়। তবে এ নিয়ে এখনই ভাবতে নারাজ স্কালোনি।
“২০২২ সালেও বলেছিলাম, সহজ প্রতিপক্ষ বলে কিছু নেই। মাঠে নেমে খেলতে হবে। (পরের রাউন্ডে) যাকে-ই পাওয়া যাক, ম্যাচটা কঠিনই হবে। তবে প্রথমে আমাদের গ্রুপটাই পেরোতে হবে।”
প্রতিপক্ষ বিশ্লেষণ
স্কালোনি গ্রুপের প্রতিটি দলকে নিয়েই দিয়েছেন চুলচেরা বিশ্লেষণ—
আলজেরিয়া: ‘চমৎকার খেলোয়াড়দের দলে রয়েছে’ উল্লেখ করে স্কালোনি প্রশংসা করেন তাদের কোচ ভ্লাদিমির পেটকোভিচের, যিনি স্কালোনির সাবেক কোচ ছিলেন ইতালিয়ান ক্লাব লাৎজিওতে।
অস্ট্রিয়া: বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স করা এই দলকেও যথেষ্ট সমীহ করছেন আর্জেন্টিনা কোচ।
জর্ডান: নবাগত হলেও স্কালোনির সবচেয়ে সতর্কতা এখানেই। সৌদি আরবের কাছে ২০২২ বিশ্বকাপের অঘটনের স্মৃতি টেনে তিনি বলেন,
“সেই অভিজ্ঞতা আমাদের আছে—তাই সতর্ক থাকতে হবে, খেলতে হবে, লড়াই করতে হবে।”
সব মিলিয়ে সহজ গ্রুপের ধারণা উড়িয়ে দিয়ে সতর্ক বার্তাই দিলেন বিশ্বকাপজয়ী স্কালোনি—বিশ্বমঞ্চে ছোট-বড় বলে কিছু নেই, প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ।
সিএ/এএ


