২০২৬ বিশ্বকাপের ড্রয়ে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল পড়েছে ‘সি’ গ্রুপে। বাইরে থেকে দেখলে গ্রুপটি সহজ মনে হলেও এটিকে একেবারেই হালকাভাবে নিতে রাজি নন সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি। কাতার বিশ্বকাপের চমক জাগানো সেমিফাইনালিস্ট মরক্কো ও ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা স্কটল্যান্ডকে একই গ্রুপে পেয়ে গ্রুপপর্বের লড়াইকেই কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি।
গ্রুপে ব্রাজিলের অন্য প্রতিপক্ষ হাইতি। যদিও ১৯৭৪ সালের পর বিশ্বকাপ খেলতে না পারা হাইতিকে অনেকেই দুর্বল দল হিসেবে বিবেচনা করেন, আনচেলত্তির মূল দুশ্চিন্তার জায়গা মরক্কো। ব্রাজিলিয়ান টেলিভিশন স্পোর্টভি-কে দেওয়া সাক্ষাৎকারে এই ইতালিয়ান কোচ বলেন,
“কাতার বিশ্বকাপে মরক্কো দুর্দান্ত খেলেছে। স্কটল্যান্ডও খুব শক্ত প্রতিপক্ষ… লড়াইটা যথেষ্ট কঠিন হতে যাচ্ছে।”
১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিল শুরু করবে তাদের বিশ্বকাপ অভিযান। এরপর ১৯ জুন হাইতি এবং ২৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে তারা। আনচেলত্তির লক্ষ্য স্পষ্ট—ভালোভাবে প্রস্তুতি নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করা।
ইতিহাস যদিও ব্রাজিলের পক্ষেই কথা বলে।
১৯৯৮ বিশ্বকাপে স্কটল্যান্ডকে ২-১ এবং মরক্কোকে ৩-০ গোলে হারিয়েছিল ব্রাজিল।
২০০৪ সালের এক ঐতিহাসিক প্রীতি ম্যাচে হাইতিকে ৬-০ ব্যবধানে হারায় রোনালদো-রোনালদিনহোরা।
তবে বর্তমান ফর্ম ব্রাজিলকে কিছুটা ভাবাচ্ছে। কাতার বিশ্বকাপের পর থেকে দলটি ছন্দহীন, আর গত মার্চে বাছাইপর্বে আর্জেন্টিনার কাছে ৪-১ ব্যবধানে হারের ক্ষত এখনও সতেজ। সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপ মিশনে ব্রাজিলের সামনে কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে।
সিএ/এএ


