বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলে সাফল্যের অন্যতম শর্ত দক্ষ ও আধুনিক কোচিং। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রায়ই উন্নতমানের কোচ নিয়োগে বাধার মুখে পড়ে। এবার সেই বাধা কাটাতে উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভার্চুয়ালি উপজেলা স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া জানান, বাফুফেকে আর্থিক সহায়তা দিয়ে উন্নতমানের কোচ আনার পথ প্রশস্ত করতে চায় মন্ত্রণালয়।
তিনি বলেন,
“উন্নত মানের কোচ আনার ক্ষেত্রে অর্থ যেন বাধা না হয়—এ জন্য আমরা বাফুফেকে একটি বিশেষ ফান্ড দেওয়ার চেষ্টা করছি।”
ইউরোপিয়ান কোচের বেতন—বাফুফের বার্ষিক বাজেটের সমান
উপদেষ্টা উল্লেখ করেন, ইউরোপের বড় দলগুলোর কোচদের যেই পরিমাণ বেতন দেওয়া হয়, তা বাংলাদেশের ফুটবল ফেডারেশনের পুরো বছরের বাজেটের কাছাকাছি। তাই বাস্তবতার সঙ্গে সমন্বয় রেখে সহযোগিতা করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
তার ভাষায়—
“হয় আমরা অর্থ মন্ত্রণালয় থেকে নেবো, নয়তো তারুণ্য উৎসবের ফান্ড থেকে সোর্স করে বাফুফেকে অর্থায়ন দেওয়া হবে।”
এর আগে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্য বাফুফেকে ১০ কোটি টাকা সহায়তা দিয়েছিল ক্রীড়া মন্ত্রণালয়।
ক্যাবরেরা কি তবে বিদায় পাচ্ছেন?
জাতীয় দলের বর্তমান কোচ স্পেনের হ্যাভিয়ের ক্যাবরেরা—তার চুক্তি আগামী মার্চ পর্যন্ত। এশিয়া কাপে বাংলাদেশের খেলার সম্ভাবনা নেই বলেই তাকে নিয়ে সমালোচনা চলছে। সাংবাদিকদের প্রশ্ন ছিল—ক্যাবরেরা কি বিদায় নিতে চলেছেন?
জবাবে উপদেষ্টা বলেন,
“এটা বাফুফের সিদ্ধান্ত। আমরা শুধু ভালো কোচ আনার জন্য আর্থিক সহায়তা দিতে চাই—সেই সঙ্গে নারী ফুটবলারদের স্যালারি বৃদ্ধির ক্ষেত্রেও সহায়তা করা হবে।”
বাফুফের আর্থিক সংকট কমছে
গত কয়েক বছর ধরে বাফুফেকে ঘিরে আর্থিক অস্বচ্ছতার অভিযোগ ছিল। ফিফার ফান্ডও কিছু সময়ের জন্য স্থগিত ছিল। তবে উপদেষ্টা জানান, এখন পরিস্থিতি অনেকটাই পরিবর্তিত হয়েছে। ফিফার ফান্ড আবারও চালু হয়েছে এবং সাম্প্রতিক তিনটি ম্যাচ থেকে বাফুফের আয় হয়েছে ৪ কোটির বেশি।
উপদেষ্টার রাজনৈতিক পদক্ষেপ—ক্রীড়াঙ্গনে প্রভাব?
জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব। এ কারণে নির্বাচনের তফসিল ঘোষণার আগে তিনি পদত্যাগ করতে পারেন বলেও গুঞ্জন রয়েছে। এর মধ্যেই বাফুফের জন্য কোচ নিয়োগ বা নারী ফুটবলারদের আর্থিক সুবিধা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
স্বল্প এই সময়ে তিনি কতটা কার্যকর পদক্ষেপ নিতে পারবেন—এখন সেটাই দেখার বিষয়।


