সাম্প্রতিক খারাপ ফর্ম কাটিয়ে লা লিগায় বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলের নৈপুণ্যে অ্যাথলেটিক বিলবাওকে ৩–০ ব্যবধানে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল।
প্রথমার্ধে নিয়ন্ত্রণে খেললেও গোলের দেখা পায়নি রিয়াল। তবে বিরতির পর ম্যাচের ছবি পাল্টে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই এমবাপ্পের গোল দলকে এগিয়ে নেয়। এরপর ভিনিসিউস জুনিয়রের তৈরি করা সুযোগ থেকে ব্যবধান বাড়ায় মাদ্রিদ। ৭৮ মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। শেষ পর্যন্ত ৩–০ ব্যবধানেই মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোস।
এদিকে প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে জয় পেয়ে শীর্ষস্থান আরও দৃঢ় করেছে আর্সেনাল। ম্যাচের শুরু থেকেই আক্রমণে এগিয়ে থাকা গানাররা ১১ মিনিটে মিকেল মেরিনোর গোলে লিড নেয়। এরপর ডেভিড রায়ার দারুণ সেভে সমতা রক্ষা পায় দলটি। বিরতির পর ব্রেন্টফোর্ড চাপ বাড়ালেও শেষ মুহূর্তে বুকায়ো সাকার গোল আর্সেনালকে ২–১ ব্যবধানে জয় এনে দেয়।
দিনের আরেক ম্যাচে পয়েন্ট হারিয়ে হোঁচট খেয়েছে লিভারপুল। সান্ডারল্যান্ডের বিপক্ষে আক্রমণ–পাল্টা আক্রমণে সমানতালে লড়লেও প্রথমার্ধে কোনো গোল হয়নি। ৬৭ মিনিটে তালবির গোলে এগিয়ে যায় সান্ডারল্যান্ড। ম্যাচের শেষ দিকে ভিয়েৎসার গোলে সমতায় ফেরে লিভারপুল, এবং ১–১ ব্যবধানেই শেষ হয় ম্যাচটি।


