চলমান সৈয়দ মুশতাক আলী ট্রফিতে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন হার্দিক পান্ডিয়া। মঙ্গলবার (২ ডিসেম্বর) পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে তিনি যোগ দিলেন এমন এক বিরল তালিকায়, যেখানে এতদিন একাই ছিলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
বারোদার হয়ে খেলতে নামা হার্দিক দারুণ ফর্মে আছেন টুর্নামেন্ট জুড়ে। পাঞ্জাবের বিপক্ষে তার ঝলমলে ব্যাটিংয়ে গড়লেন অনন্য অর্জন—টি–টোয়েন্টি ক্রিকেটে কোনও সেঞ্চুরি ছাড়াই ৩০০ বা তার বেশি ছক্কা মারা দ্বিতীয় ক্রিকেটার এখন হার্দিক পান্ডিয়া। এতদিন এই রেকর্ড ছিল কেবল ধোনির দখলে।
পাঞ্জাবের বিপক্ষে হার্দিকের অপরাজিত ৭৭ রান আসে মাত্র ৪২ বলে, যাতে ছিল চারটি ছক্কা। ইনিংসের প্রথম ছক্কাটিই তাকে পৌঁছে দেয় টি–টোয়েন্টিতে ৩০০ ছক্কার ক্লাবে। সেই সঙ্গে ধোনির অনন্য রেকর্ডের পাশে এনে দাঁড় করায়।
টি–টোয়েন্টি ক্যারিয়ারে হার্দিকের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ৯১। ৩০৯ ম্যাচের ২৬৮ ইনিংসে তার মোট ছক্কা এখন ৩০৩। অন্যদিকে ধোনি ৩৫৫ ইনিংসে কোনো সেঞ্চুরি ছাড়াই মেরেছেন ৩৫০ ছক্কা—যা তাকে এতদিন অনন্য উচ্চতায় রাখত ভারতীয় ক্রিকেটারদের মধ্যে।


