দেশের হয়ে খেলার সব প্রস্তুতি ছিল তাঁর। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর বিপক্ষে দুটি আন্তর্জাতিক ম্যাচের জন্য অপেক্ষায়ও ছিলেন। কিন্তু এক মুহূর্তের অসাবধানতায় স্বপ্নটাই ভেঙে গেল প্যারাগুয়ের মিডফিল্ডার আন্দ্রেস কুবাসের। ট্রাউজারের পকেটে পাসপোর্ট রেখে তা ওয়াশিং মেশিনে ধুয়ে ফেলায় নষ্ট হয়ে যায় তাঁর সরকারি এই গুরুত্বপূর্ণ নথি। ফলে শেষ পর্যন্ত জাতীয় দলের সফরটাই বাতিল হয়ে যায়।
কানাডার ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস ক্লাবের এই ফুটবলার মৌসুম চলাকালেই জাতীয় দলের ডাকে সাড়া দিতে প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু পাসপোর্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় বিমানবন্দরের পথেই যাওয়া হলো না তাঁর।
বাবা ফ্রান্সিস্কো কুবাস প্যারাগুয়ের এবিসি টিভিকে বলেন, ‘সে পুরো ঘটনাটা গুলিয়ে ফেলেছিল। ভুলে পাসপোর্ট ট্রাউজারের ভেতরেই রেখেছিল। আর যে মেয়ে কাজ করে সেও খেয়াল করেনি। ধোয়ার পর সব নষ্ট হয়ে যায়। এটা নিয়ে সেও খুবই বিরক্ত।’
২০১৯ সাল থেকে জাতীয় দলের হয়ে খেলা কুবাস দ্রুত নতুন পাসপোর্ট নিলেও ভিসা প্রক্রিয়া শেষ হতে দেরি হয়ে যায়। ফলে নির্ধারিত সময়ের মধ্যে কানাডা ছাড়তে পারেননি তিনি।
এদিকে কুবাসকে ছাড়াই যুক্তরাষ্ট্রের কাছে ২–১ গোলে হারের পর মেক্সিকোকে একই ব্যবধানে হারায় প্যারাগুয়ে। মাঠে নামতে না পারার আক্ষেপ নিয়েই দূর থেকে দুটিই ম্যাচ দেখতে হয়েছে এই মিডফিল্ডারকে।
সিএ/এমআরএফ


