বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দিয়েছেন দেশের প্রথম “বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স” আয়োজনের। দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলের ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিদের একত্রিত করে ক্রিকেটের উন্নয়ন ও বিকেন্দ্রীকরণ নিয়ে আলোচনা হবে এই সম্মেলনে।
বিসিবির প্রকাশিত এক ভিডিও বার্তায় বুলবুল বলেন, বাংলাদেশের ৬৪ জেলা ও আটটি বিভাগে ক্রিকেট ছড়িয়ে আছে। জেলা ক্রিকেট প্রেসিডেন্ট, ক্রীড়া অফিসার, কোচ ও নারী উদ্যোক্তাদের এক ছাদের নিচে এনে বোর্ড জানতে চায়, দেশের ক্রিকেটের প্রকৃত প্রয়োজন কী এবং বিসিবি কীভাবে সহায়তা করতে পারে।
তিনি বলেন, “আমরা সবাই একসঙ্গে বাংলাদেশ ক্রিকেটকে কীভাবে এগিয়ে নিতে পারি, সেই লক্ষ্যেই এই কনফারেন্সের আয়োজন করা হচ্ছে।”
আগামী ৯ ও ১০ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে “বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স”। বুলবুল বলেন, “এই কনফারেন্সের মাধ্যমে আমরা বাংলাদেশের ক্রিকেটকে সমৃদ্ধ করতে চাই, নতুন যাত্রা শুরু করতে চাই। এটি হবে দেশের ক্রিকেট সংশ্লিষ্ট সবার মিলনমেলা।”
বুলবুল আরও জানান, দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ের ক্রিকেট কাঠামোকে শক্তিশালী করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। তিনি বলেন, “আমরা জানতে চাই, জেলায়-উপজেলায় কী ক্রিকেট হচ্ছে, কোথায় ঘাটতি আছে, কীভাবে সেই ঘাটতি পূরণ করা যায়। এর মাধ্যমে সম্পর্ক স্থাপন হবে এবং বাংলাদেশের ক্রিকেট আরও এগিয়ে যাবে।”
সিএ/এমআরএফ


