Home বিজ্ঞান ও প্রযুক্তি রাতভর চার্জে মোবাইল রাখার ঝুঁকি: কী হতে পারে আপনার ফোনের

রাতভর চার্জে মোবাইল রাখার ঝুঁকি: কী হতে পারে আপনার ফোনের

0
ছবি : সংগৃহীত

স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হলেও, অনেকেই সঠিকভাবে এর যত্ন নিচ্ছেন না। এর মধ্যে একটি সাধারণ অভ্যাস হলো রাতভর ফোন চার্জে রাখা। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাসটি স্মার্টফোনের ব্যাটারির আয়ু হ্রাস করে এবং ডিভাইসটির নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করতে পারে।

রাতভর চার্জে রাখার ক্ষতি কী?
বর্তমান স্মার্টফোনে ব্যবহৃত লিথিয়াম-আয়ন ব্যাটারি অনেক উন্নত হলেও, এর সীমাবদ্ধতা রয়েছে। ফোন ১০০% চার্জ হওয়ার পরও যদি চার্জার সংযুক্ত থাকে, তখন ব্যাটারির ওপর অতিরিক্ত চাপ পড়ে। একে বলা হয় ‘ওভারচার্জিং’। এর ফলে ব্যাটারির আয়ু কমে যায়, ফোন গরম হয়ে ওঠে এবং সম্ভাব্যভাবে ব্যাটারি বিস্ফোরণের ঝুঁকি তৈরি হয়।

ব্যাটারিকে রক্ষা করবেন কীভাবে?
বিশেষজ্ঞরা কিছু সহজ নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন, যেমন:

৮০ শতাংশ চার্জ হয়ে গেলে চার্জার খুলে ফেলা

২০ শতাংশের নিচে নামার আগেই চার্জ দেওয়া

মূল চার্জার বা কোম্পানির অনুমোদিত চার্জার ব্যবহার করা

‘অপ্টিমাইজড চার্জিং’ সুবিধা থাকলেও ১০০ শতাংশ চার্জ হওয়ার পর নিজে থেকেই চার্জার খুলে ফেলা

‘স্মার্ট’ ফিচার কি যথেষ্ট নিরাপদ?
অনেক স্মার্টফোনে অটো চার্জিং কন্ট্রোল বা অপ্টিমাইজড চার্জিং ফিচার থাকলেও সেগুলো সবসময় নির্ভরযোগ্য নয়। তাই প্রযুক্তি যত উন্নতই হোক না কেন, ব্যবহারকারীর সচেতনতা ও যত্নই স্মার্টফোনের দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের চাবিকাঠি।

সতর্ক থাকুন, নিরাপদে থাকুন।
ফোনের চার্জিং প্রক্রিয়া ও ব্যাটারির যত্নে সামান্য সচেতনতাই ডিভাইসের কর্মক্ষমতা ও আয়ু দীর্ঘ করতে পারে। নিরাপদ ব্যবহারের অভ্যাস গড়ে তুলুন, ক্ষতি এড়ান।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version