Home বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিদিন ২৫০ কোটির বেশি নির্দেশনা সামলাতে হয় চ্যাটজিপিটিকে

প্রতিদিন ২৫০ কোটির বেশি নির্দেশনা সামলাতে হয় চ্যাটজিপিটিকে

0

ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটি এখন দৈনিক গড়ে ২৫০ কোটিরও বেশি প্রম্পট বা প্রশ্ন গ্রহণ করছে, যার মধ্যে মাত্র যুক্তরাষ্ট্র থেকে ৩৩ কোটি প্রম্পট আসে। প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, এ তথ্য চ্যাটজিপিটির দ্রুত বর্ধমান জনপ্রিয়তার সুস্পষ্ট প্রমাণ।

রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, ওপেনএআই শীঘ্রই ‘চ্যাটজিপিটি এজেন্ট’ নামে একটি নতুন টুল আনতে যাচ্ছে, যা স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর কম্পিউটারে বিভিন্ন কাজ সম্পাদন করবে। এটি গুগল ক্রোমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পূর্ণাঙ্গ ডিজিটাল সহকারীর দিকে একটি বড় ধাপ।

তুলনামূলকভাবে, গুগলে দৈনিক প্রায় ১,৪০০ থেকে ১,৬৪০ কোটির মতো সার্চ হয়, যা চ্যাটজিপিটির প্রম্পটের সংখ্যার থেকে অনেক বেশি। তবে গত বছরের ডিসেম্বরে ১০০ কোটি প্রম্পট থেকে মাত্র আট মাসে চ্যাটজিপিটির ব্যবহার দ্বিগুণের বেশি বেড়ে ২৫০ কোটি প্রম্পটে পৌঁছেছে।

বিশ্লেষকরা বলছেন, এ ধারা অব্যাহত থাকলে চ্যাটজিপিটি ভবিষ্যতে গুগলের মতো সার্চ ইঞ্জিনের ব্যবহার সংখ্যায় বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version