Home বিজ্ঞান ও প্রযুক্তি আইএসপিএবি ২০২৫ নির্বাচনে আমিনুল হাকিমের নেতৃত্বে ‘আইএসপি ইউনাইটেড’ প্যানেল

আইএসপিএবি ২০২৫ নির্বাচনে আমিনুল হাকিমের নেতৃত্বে ‘আইএসপি ইউনাইটেড’ প্যানেল

0

আসন্ন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) ২০২৫–২০২৭ মেয়াদের নির্বাচনে প্রার্থী হচ্ছেন আম্বার আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এম. এ. হাকিম । তিনি ‘আইএসপি ইউনাইটেড’ প্যানেলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন।

এ বিষয়ে এম. এ. হাকিম বলেন, আইএসপি ইউনাইটেড টিম গঠিত হয়েছে ইন্টারনেট শিল্পে দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতা অর্জনকারী একঝাঁক দক্ষ ও প্রতিশ্রুতিশীল পেশাজীবী নিয়ে। তারা বিশ্বাস করেন, সম্মিলিত দক্ষতা, অভিজ্ঞতা এবং দায়বদ্ধ নেতৃত্বের মাধ্যমে একটি সমৃদ্ধ, শক্তিশালী ও ভবিষ্যতমুখী আইএসপি ইন্ডাস্ট্রি গড়ে তোলা সম্ভব।

টিমের অন্যান্য সদস্যরা হলেন নাজমুল করিম ভূঁঞা (ব্যবস্থাপনা পরিচালক, কেএস নেটওয়ার্ক লিমিটেড), নেয়ামুল হক খান (চেয়ারম্যান, মাজেদা নেটওয়ার্কস লিমিটেড), মঈন উদ্দিন আহমেদ (সিইও, রেড ডাটা (প্রা:) লিমিটেড), সাইফুল ইসলাম সিদ্দিক (ব্যবস্থাপনা পরিচালক, আইসিসি কমিউনিকেশন লিমিটেড), আসাদুজ্জামান সুজন (ব্যবস্থাপনা পরিচালক, অন্তরঙ্গ ডট কম লিমিটেড), মো: মিঠু হাওলাদার (সিটিও, ইনভেনশন টেকনোলজিস লিমিটেড), রাশেদুর রহমান রাজন (ব্যবস্থাপনা পরিচালক, ওয়ান স্কাই কমিউনিকেশনস লিমিটেড) এবং মাহবুব আলম রাজু (সিইও, সার্কেল নেটওয়ার্ক)।

টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সদস্যদের স্বার্থ সংরক্ষণ, সমস্যা সমাধান এবং ইন্ডাস্ট্রির টেকসই অগ্রযাত্রা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করবেন। একইসঙ্গে প্রতিশ্রুতি দিয়েছেন, সদস্যদের সম্মান ও অধিকার রক্ষার জন্য সদা প্রস্তুত থাকবেন।

আইএসপি ইউনাইটেড দৃঢ় আশাবাদী যে, তাদের নেতৃত্বে আইএসপি খাত নতুন দিগন্তে পৌঁছাবে এবং দেশের ডিজিটাল উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version