গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় ধরনের নিরাপত্তা সতর্কতা জারি করেছে ভারতের কেন্দ্রীয় সাইবার নিরাপত্তা সংস্থা ‘ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম’ (CERT-In)। তাদের মতে, Chrome-এর V8 ইঞ্জিনে একাধিক গুরুত্বপূর্ণ দুর্বলতার কারণে হ্যাকিংয়ের ঝুঁকি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তাই Windows, macOS ও Linux প্ল্যাটফর্মের ক্রোম ব্যবহারকারীদের অবিলম্বে ব্রাউজার আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে।
ইন্টারনেট এক্সপ্লোরারের যুগ শেষ হওয়ার পর গুগল ক্রোম বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার হিসেবে প্রতিষ্ঠিত হয়। তবে বর্তমানে এই জনপ্রিয় ব্রাউজারই বড় ধরনের নিরাপত্তাজনিত চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই দুর্বলতার কারণে কোটি কোটি ব্যবহারকারীর তথ্য ও ডিভাইস ঝুঁকির মুখে পড়েছে।
CERT-In এক বিবৃতিতে জানিয়েছে, “এই দুর্বলতাগুলোর সফল প্রয়োগ একজন দূরবর্তী আক্রমণকারীকে টার্গেট করা সিস্টেমে নির্বিচারে কোড চালানোর সুযোগ করে দিতে পারে।” অর্থাৎ, হ্যাকাররা বিশেষভাবে তৈরি করা একটি ওয়েব পেজের মাধ্যমে ব্যবহারকারীর ডিভাইসে প্রবেশাধিকার পেতে পারে এবং সিস্টেম নিয়ন্ত্রণ করতে পারে।
ঝুঁকিতে কারা পড়তে পারেন?
নিরাপত্তা সংস্থার মতে, নিম্নলিখিত ভার্সনের আগের Chrome ব্যবহারকারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন—
Windows: 142.0.7444.175/176-এর নিচের ভার্সন
macOS: 142.0.7444.176-এর নিচের ভার্সন
Linux: 142.0.7444.175-এর নিচের ভার্সন
যাদের ডিভাইসে এই পুরোনো ভার্সন রয়েছে, তাদের অবিলম্বে সর্বশেষ আপডেট ইনস্টল করার পরামর্শ দেওয়া হয়েছে।
সমস্যার মূল কারণ
CERT-In জানিয়েছে, Chrome-এর V8 ইঞ্জিনে বিভ্রান্তি (confusion vulnerability) তৈরি হয়েছে। এই দুর্বলতার সুযোগ নিয়ে দূরবর্তী আক্রমণকারী ব্রাউজারকে ভুল কোড চালাতে বাধ্য করতে পারে, যা সম্পূর্ণ সিস্টেম হ্যাক হওয়ার ঝুঁকি তৈরি করে।
ক্রোমে নিরাপদ থাকার উপায়
Chrome আপডেট করাই সবচেয়ে জরুরি। আপডেট করার জন্য ধাপগুলো হলো—
Chrome ব্রাউজার খুলুন
ডানদিকে থ্রি-ডট মেনুতে ক্লিক করুন
Settings এ যান
About Chrome অপশনে যান
যদি Update Chrome দেখা যায়, তাহলে আপডেট ইনস্টল করুন
ব্রাউজার রিস্টার্ট দিন
Google ইতিমধ্যেই নতুন প্যাচ আপডেট প্রকাশ করেছে, যেখানে এই দুর্বলতাগুলো সমাধান করা হয়েছে। সাইবার আক্রমণকারীরা যেকোনো সময় এই দুর্বলতাগুলো কাজে লাগিয়ে হ্যাকিং ঘটাতে পারে। ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড, ব্যাংকিং ডেটা এবং পুরো সিস্টেম ঝুঁকির মধ্যে থাকতে পারে। তাই সকল Chrome ব্যবহারকারীকে এখনই সর্বশেষ ভার্সনে আপডেট করার পরামর্শ দেওয়া হচ্ছে।
সিএ/এমআরএফ


