টিকটক ব্যবহারকারীদের নিরাপত্তা জোরদার করতে প্ল্যাটফর্মটি নতুন ফিচারের আপডেট চালু করেছে। বাংলাদেশে কিশোর-কিশোরী, পরিবার এবং ক্রিয়েটরদের জন্য এই আপডেটগুলোর মাধ্যমে ব্যবহারকারীরা আরও সুরক্ষিত অভিজ্ঞতা পাবেন।
কিশোর-কিশোরী ও পরিবারের অনলাইন নিরাপত্তা বৃদ্ধির জন্য টিকটক বয়স যাচাই প্রক্রিয়া কঠোর করেছে। অপ্রাপ্তবয়স্কদের অ্যাকাউন্ট নিরাপদ রাখতে ৫০টিরও বেশি সুরক্ষা ব্যবস্থা যোগ করা হয়েছে। ডিফল্ট স্ক্রিন টাইম লিমিট, সরাসরি মেসেজ সীমিতকরণ এবং ফ্যামিলি পেয়ারিং ফিচারের মাধ্যমে অভিভাবকরা সন্তানদের কার্যক্রম দেখতে এবং প্রাইভেসি সেটিংস নিয়ন্ত্রণ করতে পারবেন। ১৬-১৭ বছর বয়সী ব্যবহারকারীদের ডাউনলোড সুবিধা ও ফিডের বিষয় নির্ধারণের মতো ফিচারও এতে অন্তর্ভুক্ত। শীঘ্রই অভিভাবকরা নির্দিষ্ট অ্যাকাউন্ট ব্লক করতে পারবেন।
ডিজিটাল সুস্থতা ও সচেতনতা নিশ্চিত করতে ‘ওয়েল-বিয়িং মিশনস’ এবং ‘ডিজিটাল ওয়েল-বিয়িং হাব’ চালু হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ইন্টারঅ্যাকটিভ চ্যালেঞ্জ সম্পন্ন করে সুস্থ ডিজিটাল অভ্যাস গড়ে তুলতে পারবেন। স্ক্রিন টাইম ম্যানেজমেন্ট এবং স্লিপ আওয়ার্সের মতো টুলস ব্যবহার করে ডিজিটাল স্পেসে সময় সীমিত করতে পারবেন।
ক্রিয়েটরদের জন্যও নতুন ফিচার চালু হয়েছে। ‘ক্রিয়েটর কেয়ার মোড’ এক ক্লিকে কমেন্ট ফিল্টার করে দেয়। ‘কনটেন্ট চেক লাইট’ ফিচারের মাধ্যমে পোস্ট করার আগে ভিডিও যাচাই করা যাবে। এছাড়া ‘ক্রিয়েটর ইনবক্স’ ব্যবহার করে দ্রুত উত্তর দেওয়ার সুবিধা ও অনলাইন কমিউনিটি শক্তিশালী করা সম্ভব।
টিকটক প্ল্যাটফর্মটি সৃজনশীলতা বজায় রেখে ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই আপডেটগুলি চালু করেছে।
সিএ/এমআরএফ


