পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। টেলিস্কোপে তাকালে এটি যেন মহাশূন্যে ভেসে থাকা প্রাণহীন শীতল পাথরের খণ্ড মনে হয়। তবে এটি পুরোপুরি সত্য নয়। সূর্যালোকের কারণে চন্দ্রপৃষ্ঠের তাপমাত্রা পৃথিবীর তুলনায় অনেক বেশি ওঠানামা করে।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগানের জ্যোতির্বিদ্যা বিভাগের অধ্যাপক জন মনিয়ের জানান, চন্দ্রপৃষ্ঠের তাপমাত্রা মাইনাস ১০০ ডিগ্রি সেলসিয়াস থেকে ১০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করে। মানব বা অন্য প্রাণীর সহ্য করার বাইরে এই পরিবর্তন।
পৃথিবীতে পরিস্থিতি ভিন্ন। এখানে গড় তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস, সূর্যালোকের ওপর নির্ভর করে -৮৯ থেকে ৫৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করতে পারে। পৃথিবীর পানি ও বায়ুমণ্ডল তাপের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
চাঁদের পৃষ্ঠ সম্পূর্ণ পাথর এবং বালি, কোনো পানি নেই। এছাড়া, চাঁদের একটি দিন পৃথিবীর ১৫ দিনের সমান। ফলে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য আরও চরম হয়।
সিএ/এমআর


