কিশোর ব্যবহারকারীদের জন্য এআই চরিত্র ব্যবহারের সুবিধা সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মেটা। ফেসবুক, ইনস্টাগ্রামসহ তাদের সব অ্যাপেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। কিশোরদের জন্য নতুন ও আরও নিরাপদ অভিজ্ঞতা তৈরি না হওয়া পর্যন্ত এই সুবিধা বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মেটা প্ল্যাটফর্মস জানিয়েছে, বিশ্বজুড়ে কিশোরদের জন্য বিদ্যমান এআই চরিত্রগুলোর ব্যবহার আগামী কয়েক সপ্তাহের মধ্যেই স্থগিত করা হবে। মেটার সব অ্যাপেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।
এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, কিশোরদের জন্য আলাদা ও হালনাগাদ এআই অভিজ্ঞতা তৈরির কাজ চলছে। নতুন সংস্করণ চালু না হওয়া পর্যন্ত কিশোর ব্যবহারকারীরা এআই চরিত্রে প্রবেশ করতে পারবে না। মেটার ভাষায়, শিশু ও কিশোরদের সুরক্ষা নিশ্চিত করাই এই সিদ্ধান্তের প্রধান উদ্দেশ্য।
নতুন এআই চরিত্র চালু হলে সেখানে অভিভাবক নিয়ন্ত্রণের ব্যবস্থা যুক্ত থাকবে। অভিভাবকেরা চাইলে সন্তানের এআই ব্যবহারে সীমা নির্ধারণ করতে পারবেন। তবে এই নতুন সংস্করণ কবে চালু হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানায়নি মেটা।
গত অক্টোবর মাসে মেটা প্রথমবারের মতো অভিভাবক নিয়ন্ত্রণ ফিচারের কিছু অংশ প্রদর্শন করেছিল। এর মধ্যে ছিল কিশোরদের এআই চরিত্রের সঙ্গে ব্যক্তিগত চ্যাট বন্ধ করার সুযোগ। ‘ফ্লার্টি’ বা অতিরিক্ত বন্ধুত্বপূর্ণ চ্যাটবট আচরণ নিয়ে সমালোচনার পর এই উদ্যোগ নেওয়া হয়। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ওই ফিচারগুলো এখনো আনুষ্ঠানিকভাবে চালু হয়নি।
মেটা আগে জানিয়েছিল, কিশোরদের জন্য এআই অভিজ্ঞতা পিজি–১৩ চলচ্চিত্র রেটিং অনুসরণ করে তৈরি করা হবে। অর্থাৎ ১৩ বছরের কম বয়সীদের জন্য অনুপযুক্ত বিষয় এড়িয়ে চলা হবে।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নিয়ন্ত্রক সংস্থার নজরদারি বেড়েছে। চ্যাটবটের সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ায় এ সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। তাদের মতে, এতে নিরাপত্তা ঝুঁকি কমবে এবং অভিভাবক ও নিয়ন্ত্রকদের আস্থা বাড়তে পারে।
সিএ/এমআর


