জ্বর এলেই আমরা প্রায়শই প্যারাসিটামল বা অন্যান্য জ্বরের ওষুধ খেয়ে ফেলে থাকি। কিন্তু শরীর কেন জ্বর তৈরি করে, তা কেবল কষ্ট দেওয়ার জন্য নয়। বিজ্ঞানীরা বলছেন, জ্বর আসলে শরীরের ইমিউন সিস্টেমের একটি অস্ত্র।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজিস্ট স্যাম উইলসনের সম্প্রতি করা গবেষণায় দেখা গেছে, সাধারণ ফ্লু ভাইরাস অতিরিক্ত তাপ সহ্য করতে পারে না। শরীরের তাপমাত্রা বাড়লে ভাইরাস দ্রুত দুর্বল হয়ে যায় এবং মারা যায়। ইঁদুরে করা পরীক্ষায় উচ্চ তাপমাত্রা ভাইরাসকে নিঃশেষ করে দিচ্ছে বলে প্রমাণ মিলেছে।
কানাডার ইউনিভার্সিটি অব আলবার্টার মাইক্রোবায়োলজিস্ট ড্যানিয়েল ব্যারেডা বলেন, জ্বর নিজেই ভাইরাসের বিরুদ্ধে একটি শক্তিশালী অস্ত্র। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ মেক্সিকোর চিকিৎসক জো অ্যালকক সতর্ক করে বলেন, হঠাৎ জ্বর কমানোর জন্য ওষুধ খেলে শরীরের নিজস্ব প্রতিরক্ষা কমে যায় এবং ভাইরাস উপকৃত হতে পারে।
অতএব, সামান্য সর্দি-জ্বর বা ভাইরাল সংক্রমণে অস্থির হয়ে সঙ্গে সঙ্গে ওষুধ খাওয়ার প্রয়োজন নেই। তবে শিশু বা অত্যধিক জ্বর হলে অবশ্যই ডাক্তারের পরামর্শে ওষুধ গ্রহণ করা উচিত।
সিএ/এমআর


