গুগল তার ওয়ার্কস্পেস ও ইকোসিস্টেমে প্রতিনিয়ত নতুন পরিবর্তন ও ফিচার নিয়ে আসছে। সাম্প্রতিক সময়ে গুগলের বিভিন্ন অ্যাপে এআইভিত্তিক বেশ কিছু নতুন ফিচার যোগ করা হয়েছে, যা ব্যবহারকারীর কার্যক্ষমতা এবং সুবিধা আরও বাড়াচ্ছে।
গুগল কিপ ও টাস্ক একত্রে
গুগল কিপ নোটস ও গুগল টাস্ক হলো গুগলের সবচেয়ে কার্যকর অ্যাপের মধ্যে দুটি। আগে গুগল কিপে টু ডু লিস্ট তৈরি করা যেত, কিন্তু সেই কাজটি পরিচালনা করা যেত গুগল টাস্কের মাধ্যমে। এখন নতুন আপডেটে কিপ ও টাস্ক একত্রিত হয়েছে। অর্থাৎ গুগল কিপে তৈরি করা কোনো টু ডু লিস্ট বা রিমাইন্ডার স্বয়ংক্রিয়ভাবে গুগল টাস্কের মাধ্যমে পরিচালনা করা যাবে। এছাড়া গুগল পুরো ওয়ার্কস্পেসে গুগল টাস্ক ইন্টিগ্রেট করার পরিকল্পনা করছে।
জি মেইলে এআই ফিচার
জি মেইলে নতুন ফিচারের মধ্যে বেশির ভাগই এআইভিত্তিক। নতুন জেমিনাই ফিচারের মাধ্যমে যেকোনো ইমেইলের সারাংশ সহজেই পাওয়া যাবে। ব্যবহারকারী নির্দিষ্ট প্রশ্ন করে প্রয়োজনীয় ইমেইল আলাদা করতে পারবে। উদাহরণস্বরূপ, জেমিনাই সাইডপ্যানেলে লিখলে ‘আমার সিভি সংক্রান্ত মেইলগুলো আলাদা করে দেখাও’, সেগুলো আলাদাভাবে দেখানো হবে। এছাড়া দীর্ঘ ইমেইলের সারসংক্ষেপ তৈরি, প্রুফরিডিং এবং সাজানো উত্তর লেখার সুবিধাও যুক্ত হয়েছে।
ড্রাইভ ও ডক্সে নতুন সুবিধা
গুগল ড্রাইভে এখন সরাসরি পিডিএফ এডিট করার সুবিধা যুক্ত হয়েছে। এছাড়া ওয়েবে উন্নত অফলাইন মুড এবং বিভিন্ন ডকুমেন্ট ব্যবস্থাপনা আরও সহজ হয়েছে। গুগল ডক্সে এআই ব্যবহার করে ইমেইল, অনুচ্ছেদ লেখা, এবং বড় ডকুমেন্টের সারসংক্ষেপ তৈরি করা যাবে।
গুগল ফটোসে এডিটিং ফিচার
গুগল ফটোসে ছবি এডিটের নতুন ফিচার যোগ করা হয়েছে। যেমন ছবির বস্তু সরানো, ব্যাকগ্রাউন্ড ঠিক করা, একাধিক ছবির মুখ একত্রে একটি গ্রুপ ছবিতে রূপান্তর, এবং এআই ব্যবহার করে ছবি খোঁজার সুবিধা। উদাহরণস্বরূপ, ‘গত বছরের সমুদ্রসৈকতের ছবিটি দেখাও’ লিখলেই নির্দিষ্ট ছবি ফলাফলে আসে।
ওয়ার্কস্পেসজুড়ে জেমিনাই ইন্টিগ্রেশন
গুগল জেমিনাইকে আরও ব্যবহারিক করে তুলছে। এটি এখন জি মেইল, ডক্স, শিট, স্লাইড, ড্রাইভ, চ্যাটসহ সব ওয়ার্কস্পেস অ্যাপে সাইডপ্যানেলে দেখা যাচ্ছে। বিভিন্ন অ্যাপে সহায়তা, এআই মুডে বিস্তারিত অনুসন্ধান এবং ক্রোমে সরাসরি ব্যবহার করা সম্ভব হয়েছে।
সূত্র: গুগল ব্লগ
সিএ/এসএ


