প্রযুক্তি জায়ান্ট মেটা তার জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে পরীক্ষামূলকভাবে প্রিমিয়াম সাবস্ক্রিপশন সুবিধা চালু করতে যাচ্ছে। কোম্পানিটি আগামী কয়েক মাসে এই নতুন পদ্ধতি পরীক্ষামূলকভাবে রোল আউট করবে বলে জানানো হয়েছে, যেখানে ব্যবহারকারীরা অর্থের বিনিময়ে বিশেষ সুবিধা ও ফিচারের অ্যাকসেস পাবেন, যদিও মূল সার্ভিসগুলো আগের মতোই বিনামূল্যে ব্যবহার করা যাবে।
প্রিমিয়াম সাবস্ক্রিপশন সেবায় ব্যবহারকারীরা উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্ষমতা, উৎপাদনশীলতা ও সৃজনশীলতা বাড়ানোর টুলসহ এক্সক্লুসিভ ফিচার পেতে পারেন। এআই‑ভিত্তিক ভিডিও টুল ‘Vibes’ বা উন্নত ব্যবহারের সুবিধা সহ বিভিন্ন নতুন ফিচার সংযুক্ত করার পরিকল্পনা চলছে। প্রতিটি অ্যাপে পৃথক প্রিমিয়াম সুবিধা থাকবে এবং আরও নিয়ন্ত্রণ ও কাস্টমাইজেশন বিকল্প দেওয়ার দিকে নজর রাখা হচ্ছে।
ইনস্টাগ্রাম প্রিমিয়াম সাবস্ক্রিপশনে সম্ভাব্য ফিচারগুলোর মধ্যে থাকতে পারে দর্শক তালিকা সীমাহীন করা, এমন ফলোয়ার দেখা যাদের সঙ্গে সম্পর্ক নেই, এবং স্টোরি দেখা কিন্তু সেই ব্যবহারকারীকে নোটিফিকেশন না পাঠানো। হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের জন্য নির্দিষ্ট ফিচার এখনো চূড়ান্ত হয়নি, তবে ধারণা করা হচ্ছে ব্যবহারকারীর যোগাযোগ ও শেয়ার করার অভিজ্ঞতা আরও উন্নত করার জন্য কিছু অতিরিক্ত সুবিধা দেওয়া হবে।
মেটা জানিয়েছে এই নতুন সাবস্ক্রিপশন মডেলটি তার বিদ্যমান ‘Meta Verified’ পরিষেবার থেকে আলাদা হবে। Meta Verified মূলত ক্রিয়েটর ও ব্যবসায়ের জন্য বেশি মনোনিবেশ করে, যেখানে নতুন প্রিমিয়াম সাবস্ক্রিপশন সাধারণ ব্যবহারকারীকে আরও উন্নত সুযোগ দেয়। কোম্পানি ব্যবহারকারীর প্রতিক্রিয়া অনুযায়ী এই পরিষেবা উন্নত করার পরিকল্পনা করছে।
সিএ/এসএ


