কম্পিউটার এখন শুধু কাজের যন্ত্র নয়, বরং দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ সহচর। অফিসের রিপোর্ট লেখা, ডিজাইন তৈরি, ডেটা বিশ্লেষণ কিংবা অনলাইনে যোগাযোগ—সব ক্ষেত্রেই কিবোর্ড ও মাউসের ওপর নির্ভরতা বেড়েছে। তবে অনেকেই জানেন না, কিবোর্ডের বিশেষ কিছু শর্টকাট ব্যবহার করলে একই কাজ অর্ধেক সময়ে সম্পন্ন করা সম্ভব।
বিশেষজ্ঞরা বলছেন, এসব শর্টকাট শুধু সময়ই সাশ্রয় করে না, বরং কাজের গতি ও দক্ষতা কয়েকগুণ বাড়িয়ে দেয়। লেখালেখির সময় দ্রুত কপি, পেস্ট, আনডু করা যায়। এক ক্লিকেই নতুন ট্যাব, ফাইল বা সেটিংস খোলা সম্ভব হয়। নিয়মিত কম্পিউটার ব্যবহারকারীদের জন্য এগুলো কার্যকর দক্ষতার হাতিয়ার হিসেবে কাজ করে।
১০০টি গুরুত্বপূর্ণ কিবোর্ড শর্টকাট জানা থাকলে ফাইল ম্যানেজমেন্ট, দ্রুত ব্রাউজিং কিংবা ডকুমেন্ট এডিটিং অনেক সহজ হয়ে যায়। আঙুলের সামান্য চাপেই একাধিক কাজ সম্পন্ন করা সম্ভব হয়। এতে কর্মদক্ষতা বাড়ে এবং দৈনন্দিন কাজের চাপ অনেকটাই কমে আসে।
সিএ/এমআর


