স্মার্টফোন আজ আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে কিছু অসতর্ক ব্যবহারেই ফোনের ব্যাটারি ও পারফরম্যান্স দ্রুত ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে চার্জ দেওয়ার ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম মানলে ফোন বছরের পর বছর ভালো রাখা সম্ভব।
মূল নিয়মগুলো হলো—
- কখনোই ১০০ শতাংশ পর্যন্ত চার্জ দেবেন না; ৮০–৯০ শতাংশেই চার্জ শেষ করুন।
- ফোনের চার্জ একেবারে শেষ হওয়ার আগে চার্জে বসান; ২০–২৫ শতাংশ চার্জ থাকলেই যথেষ্ট।
- চার্জ দেওয়ার সময় ফোন সমতল, কঠিন জায়গায় রাখুন; বিছানা বা নরম জিনিসের ওপর রাখা ঠিক নয়।
- শুধুমাত্র নির্ভরযোগ্য বা ফোন নির্মাতার নিজস্ব চার্জার ব্যবহার করুন।
- চার্জিং পোর্টে অতিরিক্ত চাপ দেবেন না এবং নিয়মিত পোর্ট পরিষ্কার রাখুন।
- চার্জ দেওয়ার সময় ফোন ব্যবহার কম করুন, বিশেষ করে গেম, সিনেমা বা কল করা।
- চার্জিং প্লাগ ও সুইচ নিরাপদ কিনা যাচাই করুন।
সিএ/এমআর


