হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে নতুন একটি প্রোফাইল আপডেট আনতে যাচ্ছে মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপটি। ফেসবুক ও লিংকডইনের আদলে এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারে কভার ফটো ব্যবহারের সুবিধা। এতে ব্যবহারকারীরা নিজেদের প্রোফাইল আরও ব্যক্তিগত, আকর্ষণীয় ও আলাদা পরিচয়ে তুলে ধরতে পারবেন।
শনিবার (১৮ জানুয়ারি) প্রকাশিত বিভিন্ন প্রযুক্তিবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই প্রোফাইল ফিচারটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। সফলভাবে পরীক্ষার কাজ শেষ হলে ধাপে ধাপে এটি সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে। প্রোফাইল ছবির পাশাপাশি কভার ফটো যুক্ত হলে ব্যবহারকারীর সামাজিক উপস্থিতি আরও দৃশ্যমান ও প্রাণবন্ত হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।
এতদিন কেবল হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টেই কভার ফটো ব্যবহারের সুযোগ ছিল। তবে নতুন আপডেট কার্যকর হলে সাধারণ ব্যবহারকারীরাও এই সুবিধা পাবেন। আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় প্ল্যাটফর্মেই ফিচারটি চালুর বিষয়ে কাজ চলছে বলে জানা গেছে।
এদিকে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস বিভাগেও যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন সুবিধা। স্ট্যাটাসে ছবি আরও আকর্ষণীয় ও সৃজনশীলভাবে উপস্থাপনের জন্য মেটা এআই পরিচালিত একাধিক টুল সংযুক্ত করা হচ্ছে। এসব টুল ব্যবহার করে ব্যবহারকারীরা তাৎক্ষণিকভাবে ছবি সম্পাদনা করতে পারবেন।
এতদিন ছবি এডিট করতে আলাদা সফটওয়্যার বা অ্যাপের প্রয়োজন হতো। নতুন আপডেট চালু হলে হোয়াটসঅ্যাপের মধ্যেই এআই প্রযুক্তির মাধ্যমে ছবি সম্পাদনার সুবিধা পাওয়া যাবে। শুধু ছবি নয়, ভবিষ্যতে আরও নতুন ফিচার যুক্ত হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
সিএ/এমআর


