স্মার্টফোনের গতি ধরে রাখতে অনেকেই বিভিন্ন অ্যাপ ব্যবহার করেন বা স্টোরেজ পরিষ্কার করেন। তবে বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন অন্তত একবার ডিভাইস রিস্টার্ট করলে পারফরম্যান্স উল্লেখযোগ্যভাবে উন্নত হয়। নিয়মিত রিস্টার্টের মাধ্যমে ফোনের ভেতরের অপ্রয়োজনীয় প্রসেস বন্ধ হয়ে যায় এবং ডিভাইস আরও দ্রুতগতিতে কাজ করতে পারে।
রিস্টার্টের ফলে ব্যাটারির কর্মক্ষমতাও অনেকটা স্থিতিশীল থাকে। দীর্ঘ সময় ধরে ফোন চালু থাকলে ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন অ্যাপ ও প্রসেস সক্রিয় থাকে, যা র্যামের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। এতে ধীরে ধীরে ডিভাইসের গতি কমে যায়। রিস্টার্ট করলে এই চাপ কমে এবং অযাচিত অ্যাপের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়।
মাঝেমধ্যে কিছু সময়ের জন্য ফোন সম্পূর্ণ বন্ধ রাখাও উপকারী। এতে অপারেটিং সিস্টেম নতুনভাবে রিবুট হয় এবং মেমোরি ব্যবস্থাপনা আরও কার্যকর হয়। প্রয়োজনের তুলনায় বেশি অ্যাপ ইনস্টল থাকলে র্যাম ও সিস্টেমের ওপর বাড়তি চাপ পড়ে। তাই ডিভাইসের র্যাম সক্ষমতা বিবেচনায় অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেলা জরুরি।
স্মার্টফোনের গতি ধরে রাখতে নিয়মিত সিস্টেম আপডেটও গুরুত্বপূর্ণ। অনেক সময় পুরোনো সফটওয়্যার ভার্সনের কারণে ফোন ধীরগতির হয়ে পড়ে। ডিভাইসের সেটিংস মেনু থেকে অ্যাবাউট ফোন বা সিস্টেম অপশনে গিয়ে আপডেটের তথ্য পাওয়া যায়।
এ ছাড়া ক্যাশ ডেটা পরিষ্কার রাখাও ফোনের পারফরম্যান্স বাড়াতে সহায়ক। প্রতিটি অ্যাপ ব্যবহারের সময় ব্যাকগ্রাউন্ডে ক্যাশ মেমোরি জমা হয়। নিয়মিত ক্যাশ ক্লিয়ার না করলে র্যামের ওপর চাপ বাড়ে এবং পুরো সিস্টেমের গতি কমে যায়। তাই সম্ভব হলে প্রতিদিন বা নিয়মিত বিরতিতে ক্যাশ ডেটা মুছে ফেলার পরামর্শ দিচ্ছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
সিএ/এমআর


