বিশ্বের সর্বাধিক ব্যবহৃত মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ এখন আগের মতো নেই। ব্যবহারকারীরা জানাচ্ছেন, অ্যাপটি দ্রুত রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। নীরবে যুক্ত হচ্ছে নতুন সেটিংস ও ফিচার, যা সাধারণ ব্যবহারকারীদের কাছে অচেনা। অনেকেই আগেভাগে এই পরিবর্তনগুলো সম্পর্কে ধারণা না থাকায় ভবিষ্যতে ব্যবহারকালে বিভ্রান্তির সম্মুখীন হতে পারেন।
সাম্প্রতিক আপডেটের পর গোপনীয়তা নিয়ন্ত্রণে বড় পরিবর্তন এসেছে। কে আপনার অনলাইন স্ট্যাটাস, প্রোফাইল ছবি বা লাস্ট সিন দেখতে পারবে তা এখন অন্যদের নজর এড়াতে পারছে। তবে বেশিরভাগ ব্যবহারকারী এই সেটিংস লক্ষ্য করেননি, ফলে অজান্তেই ব্যক্তিগত তথ্য অন্যদের নজরে চলে যাচ্ছে।
চ্যাট ব্যবস্থাপনাতেও এসেছে পরিবর্তন। নির্দিষ্ট চ্যাট লুকিয়ে রাখা, গুরুত্বপূর্ণ মেসেজ আলাদা করে সংরক্ষণ, এমনকি ফোন আনলক হলেও কিছু কথোপকথন আড়ালে রাখার অপশন ধীরে ধীরে যুক্ত হচ্ছে। এছাড়া স্ট্যাটাস ও চ্যানেল ফিচারও আপডেট হয়েছে। হোয়াটসঅ্যাপ ধীরে ধীরে একটি কনটেন্ট প্ল্যাটফর্মে রূপ নিচ্ছে। নতুন আপডেটের পর কিছু ব্যবহারকারী অপ্রয়োজনীয় নোটিফিকেশন বেড়ে গেছে বলছেন।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, হোয়াটসঅ্যাপ আরও বড় পরিবর্তনের পথে রয়েছে। যারা এখনই নতুন ফিচারগুলো সম্পর্কে জানবেন না, তারা ভবিষ্যতে ব্যবহারকালে বিভ্রান্তির মুখে পড়তে পারেন।
সিএ/এমআর


