ডিজিটাল যুগে স্মার্টফোন ব্যবহার প্রতিদিন বেড়েই চলেছে। তবে পুরোনো মোবাইল ও অন্যান্য ইলেকট্রনিক বর্জ্যে লুকিয়ে আছে মূল্যবান ধাতু, বিশেষ করে স্বর্ণ। বৈদ্যুতিন যন্ত্রগুলোর ভিতরে কন্ডাক্টিভিটি বাড়ানোর জন্য অল্প স্বর্ণ ব্যবহার করা হয়।
চীনের গবেষকরা একটি সহজ পদ্ধতি আবিষ্কার করেছেন, যার মাধ্যমে ইলেকট্রনিক বর্জ্য থেকে স্বর্ণ বের করা সম্ভব। ঘরের তাপমাত্রায় মাত্র ২০ মিনিটের কম সময়ে এই স্বর্ণ নিষ্কাশন করা যায়। নতুন পদ্ধতিতে খরচও প্রচলিত পদ্ধতির এক-তৃতীয়াংশ।
গবেষণা অনুযায়ী, মোবাইল ফোনের সিপিইউ এবং প্রিন্টেড সার্কিট বোর্ড থেকে ৯৮.২% এর বেশি স্বর্ণ পাওয়া সম্ভব। একই সঙ্গে ৯৩.৪% পর্যন্ত প্যালাডিয়াম এবং অন্যান্য মূল্যবান ধাতুও সহজে বের করা সম্ভব। এ আবিষ্কার পরিবেশের জন্যও ভালো এবং অর্থনৈতিকভাবে বড় সুবিধা দিতে পারে।
সিএ/এমআর


