মোবাইল ফোনে কথা বলতে গিয়ে হঠাৎ হঠাৎ কল কেটে যাওয়ার অভিজ্ঞতা অনেকেরই পরিচিত। দৈনন্দিন জীবনে এটি একটি সাধারণ প্রযুক্তিগত সমস্যা হলেও জরুরি মুহূর্তে কলড্রপ বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। অনেকেই মনে করেন, শুধু সিম কোম্পানির নেটওয়ার্ক দুর্বলতার কারণেই কলড্রপ হয়। বাস্তবে ফোনের সেটিংস, সফটওয়্যার কিংবা সিমকার্ডের ত্রুটির কারণেও এই সমস্যা দেখা দিতে পারে।
শুরুতেই সিমকার্ড ঠিকভাবে বসানো আছে কি না, তা পরীক্ষা করা জরুরি। সিমকার্ডটি বের করে পরিষ্কার করে আবার সেট করলে অনেক সময় নেটওয়ার্ক সংযোগ স্বাভাবিক হয়ে আসে। ধুলাবালি জমে গেলে বা সিম ঢিলা হলে সিগন্যাল দুর্বল হতে পারে, যা কলড্রপের কারণ তৈরি করে।
এরপর ফোনের নেটওয়ার্ক সেটিংস রিসেট করা যেতে পারে। ফোনের সেটিংস অপশনে গিয়ে নেটওয়ার্ক রিসেট নির্বাচন করলে সব নেটওয়ার্ক কনফিগারেশন ফ্যাক্টরি সেটিংসে ফিরে যায়। এতে ভুল সেটিংসের কারণে তৈরি হওয়া সংযোগ সমস্যা অনেক সময় সমাধান হয়।
নেটওয়ার্ক মোড পরিবর্তন করাও কার্যকর হতে পারে। অনেক সময় অটো মোডে ফোন সঠিক নেটওয়ার্ক ধরতে ব্যর্থ হয়। তখন ম্যানুয়ালি ৪জি, ৩জি বা ২জি নির্বাচন করে দেখা যেতে পারে কোনটি বেশি স্থিতিশীল কাজ করছে।
ফোনের সফটওয়্যার আপডেট থাকলেও নেটওয়ার্ক সমস্যা কমে। পুরোনো সফটওয়্যারে বাগ বা সামঞ্জস্যজনিত ত্রুটি থাকতে পারে। তাই নিয়মিত সিস্টেম আপডেট পরীক্ষা করে প্রয়োজনীয় আপডেট ইনস্টল করা জরুরি।
সবশেষে ফোন রিস্টার্ট করা একটি সহজ কিন্তু কার্যকর সমাধান। রিস্টার্ট করলে ফোন নতুন করে নেটওয়ার্ক সিগন্যাল খুঁজে পায় এবং সাময়িক প্রযুক্তিগত ত্রুটি দূর হয়। প্রয়োজনে ১০ থেকে ১৫ সেকেন্ডের জন্য এরোপ্লেন মোড চালু করে আবার বন্ধ করলে ফোন দ্রুত নেটওয়ার্কে পুনরায় সংযোগ স্থাপন করতে পারে।
সিএ/এমআর


