গ্যালাক্সি ক্লাস্টার বা গ্যালাক্সি পুঞ্জ নিয়ে নতুন গবেষণা মহাবিশ্বের বিবর্তন বিষয়ে বিজ্ঞানীদের ধারণাকে চ্যালেঞ্জ করেছে। সম্প্রতি আবিষ্কৃত এসপিটি২৩৪৯–৫৬ নামের গ্যালাক্সি ক্লাস্টারটি বিগ ব্যাংের ১৪০ কোটি বছর পরও এত তাপমাত্রায় জ্বলছে, যা পূর্বে ধরা ধারণার পাঁচ গুণ বেশি। এতদিন ধরে বিজ্ঞানীরা মনে করতেন, এ ধরনের চরম উত্তাপ শুধু অনেক পরে গঠিত ও স্থিতিশীল গ্যালাক্সি ক্লাস্টারের ক্ষেত্রে দেখা যায়। নতুন আবিষ্কারের আলোকে দেখা যাচ্ছে, মহাবিশ্বের আদি সময়কাল অনেক বেশি বিস্ফোরক এবং ঘটনাবহুল ছিল।
কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার গবেষক দাজি ঝো জানান, ‘মহাজাগতিক ইতিহাসের শুরুর দিকে এত উত্তপ্ত পরিবেশ আমরা আশা করিনি। শুরুতে আমি নিজেই এই সংকেত নিয়ে সন্দিহান ছিলাম। এটি বাস্তবে হওয়ার জন্য অনেক বেশি শক্তিশালী ছিল। কয়েক মাসের যাচাই–বাছাইয়ের পর আমরা নিশ্চিত হয়েছি, গ্যাসটি আমাদের পূর্বাভাসের চেয়ে অন্তত পাঁচ গুণ বেশি উত্তপ্ত। বর্তমান সময়ের অনেক পরিণত ক্লাস্টারের চেয়ে বেশি শক্তিশালী।’
গ্যালাক্সি ক্লাস্টার মহাবিশ্বের বৃহত্তম বস্তুগুলোর মধ্যে একটি। এদের মহাকর্ষ শক্তি হাজার হাজার গ্যালাক্সি, অদৃশ্য ডার্ক ম্যাটার এবং অত্যন্ত উত্তপ্ত গ্যাসের মেঘকে ধরে রাখে। গ্যাসটি প্লাজমা আকারে থাকে এবং এর তাপমাত্রা কয়েক কোটি ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে। এ ধরনের গ্যাস পূর্বে মনে করা হত তরুণ ক্লাস্টারের ধীরে ধীরে সংকোচনের মাধ্যমে উত্তপ্ত হয়। তবে আলমা টেলিস্কোপ ব্যবহার করে সম্প্রতি দেখা গেছে, এসপিটি২৩৪৯–৫৬ ক্লাস্টারটি প্রায় ১,২০০ কোটি বছর আগে অনাকাঙ্ক্ষিত ও অপরিণত অবস্থায়ও বিশাল আকারের ছিল।
এই ক্লাস্টারের কেন্দ্রের বিস্তৃতি পাঁচ লাখ আলোকবর্ষ, যা আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির চারপাশের ডার্ক ম্যাটার হ্যালোর সমান। এতে ৩০টির বেশি অতি সক্রিয় গ্যালাক্সি রয়েছে, যা আমাদের গ্যালাক্সির তুলনায় পাঁচ হাজার গুণ দ্রুতগতিতে নক্ষত্র সৃষ্টি করছে। ডালহৌসি ইউনিভার্সিটির বিজ্ঞানী স্কট চ্যাপম্যান বলেন, ‘আবিষ্কৃত তিনটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল ক্লাস্টারের তরুণ অবস্থাতেও আশ্চর্যজনকভাবে শক্তি বিকিরণ করছিল এবং তার চারপাশের পরিবেশকে প্রভাবিত করছিল। এই ব্ল্যাক হোলগুলো ক্লাস্টারের বিকাশকে একটি নির্দিষ্ট রূপ দিচ্ছিল।’
সুপারম্যাসিভ ব্ল্যাক হোল সাধারণত গ্যালাক্সির কেন্দ্রে অবস্থান করে এবং এক্স-রে বিকিরণ ছাড়ে। সাম্প্রতিক গবেষণায় দেখা যাচ্ছে, মহাবিশ্বের প্রাথমিক সময়ে অনেক ব্ল্যাক হোল এমনভাবে গঠিত হয়েছে যে, তারা তাদের হোস্ট গ্যালাক্সির তুলনায় দ্রুত বিকশিত হয়েছে।
সিএ/এমআর


